ব্যাখ্যা: প্লাক্কলন/এস্টিমেটিং: সাধারণত কোনো কাঠামো নির্মাণের বিভিন্ন অংশ, বিভিন্ন সামগ্রী ও শ্রমশক্তি নিয়োগ, গুণগত, মানসম্মত এবং বাজার দরের সম্ভাব্য মূল্য নির্ণয় ও তথ্য সরবরাহ করাকেই প্রাক্কলন/এস্টিমেটিং বলে।
ব্যাখ্যা: অতিরিক্ত সিমেন্ট দিয়ে প্লাস্টারকৃত দেওয়ালের নিম্ন অংশকে ড্যাভো বলে। এটি প্লাস্টারকে অধিকতর প্রতিরোধী ক্ষমতাসম্পন্ন করে তোলে। এটি মেঝে বা দেওয়ালের থেকে পানি শোষণ রোধের জন্য ব্যবহৃত হয়।
25609. প্লাস্টারের কাজে কত বর্গমিটার পর্যন্ত ফাঁকা জায়গা বাদ দেওয়া হয় না?
ব্যাখ্যা:
আন্তর/প্লাস্টার কাজের জন্য-
(i) 0.5m² পর্যন্ত ফাঁকা অংশ বাদ দেওয়া যাবে না।
(ii) 0.5m² হতে 3m² পর্যন্ত ফাঁকা অংশের উভয় পাশে আস্তর করা হলে এক পাশের মাপ বাদ দেওয়া হয়। এবং Jamb Sill-এর জন্য অপর পাশ ধরা হয়।
(iii) 3m²-এর অধিক ফাঁকা হলে আস্তরের জন্য সম্পূর্ণটাই বাদ দেওয়া হয় কিন্তু Jamb এবং Sill আলাদাভাবে যোগ করতে হয়।