ইঞ্জিনিয়ারিং শিকল বা প্রকৌশল শিকলের দৈর্ঘ্য 100ft যা সমান 100 ভাগে বিভক্ত। অর্থাৎ প্রতি লিংকের দৈর্ঘ্য 1ft। প্রশ্নে প্রতি লিংক শব্দটি নেই। গান্টার শিকলের প্রতি লিংকের দৈর্ঘ্য 0.66 ft মিটার শিকলের প্রতি লিংকের দৈর্ঘ্য 0.20 m, 0.30 m
25687. পুকুরে মাটি কাটার মধ্য প্রস্থচ্ছেদ-এর সূত্র কোনটি?
ব্যাখ্যা: পুকুরের মাটি কাটার মধ্য প্রস্থচ্ছেদ
সূত্র: (L-sd) (B-sd) xd
যেখানে- L= পুকুরের উপরিভাগের দৈর্ঘ্য
B = পুকুরের উপরিভাগের গ্রন্থ
s = পুকুরের পার্শ্বচাল
d = পুকুরের গভীরতা
25697. আমাদের দেশে অগভীর নলকূপকে নিচের কোন পদ্ধতিতে খনন করে স্থাপন করা হয়?
ব্যাখ্যা: আমাদের দেশে অগভীর নলকূপ বসানোর জনপ্রিয় পদ্ধতি
হলো- ঢেঁকি পদ্ধতি-
গভীর নলকূপ স্থাপনের জনপ্রিয় পদ্ধতি হলো:
(i) পানি জেট পদ্ধতি (Water jet method):
(ii) আবর্তন খনন পদ্ধতি (Rotary drilling method)
25700. কোন ধরনের মাটি পুকুরে পানি ধারণের জন্য সবচেয়ে উপযোগী?
ব্যাখ্যা: উপর্যুক্ত অপশনগুলোর মধ্যে সবচেয়ে সূক্ষ্মদানার এবং অপ্রবেশ্য স্তরের সৃষ্টি করে Clay, তাই পুকুরের পানি ধারণের জন্য সবচেয়ে উপযোগী মাটি হলো Clay বা কাদামাটি।