25703. মাটির কাজের পরিমাণ নির্ণয়ে নিচের কোন সূত্রটি তুলনামূলকভাবে নির্ভরযোগ্য? [BBA-19; BSCIC-19, BB-21]
ব্যাখ্যা: প্রিজময়েডাল সূত্রের সাহায্যে অপেক্ষাকৃত সূক্ষ্ম মাটির কাজের আয়তন নির্ণয় করা হয়। কারণ প্রিজময়েডাল সূত্রের সাহায্যে আয়তন নির্ণয়ের জন্য বেশি সংখ্যক সেকশন বিবেচনা করা হয়।
25705. ছাদের সঙ্গে প্যারাপেটের সংযোগস্থলে Lime Concrete দ্বারা যে Round off করা হয়, তার নাম- [R&H-01, BB-21]
ব্যাখ্যা: প্যারাপেট ওয়াল এবং ছাদের সংযোগস্থলে লাইম কংক্রিট দ্বারা গোলাকৃতি করে দেয়াকে ঘুণ্ডি বলে। আর্দ্রতা প্রতিরোধে বা দেয়ালে যেন পানি না আসে সেজন্য ঘুণ্ডি দেওয়া হয়।
ব্যাখ্যা: রিটেইনিং ওয়ালের বিভিন্ন অংশের আনুমানিক পরিমাপ:
(i) ক্যান্টিলিভার রিটেইনিং ওয়ালের খাড়া স্লাব / স্টেমের উপরের পুরুত্ব 20 cm - 30cm এবং পাদদেশের পুরুত্ব উচ্চতার 1/5 থেকে 1/10 অংশ রাখা হয়।
(ii) বেইস স্লাবের পুরুত্ব দেওয়ালের উচ্চতা1/15 থেকে 1/10 অংশের মধ্যে রাখা হয়।
(iii) টো স্লাবের বর্ধিতাংশ বেইস স্লাবের প্রস্থের 1/4 হতে 1/3 অংশ পর্যন্ত রাখা হয়।
25711. ১৫ মিমি পুরু একটি আরসিসি স্নাবের ক্ষেত্রফল ১০০ বর্গমিটার, রডের পরিমাণ ১.৫% অনুপাত ১:২:৪। উক্ত স্নাব তৈরি করতে কত পরিমাণ বালি প্রয়োজন হয়েছিল? [BGFCL-21]
25713. ১ ব্যাগ সিমেন্টে কত গ্যালন পানি প্রয়োজন হয়?
ব্যাখ্যা: Water cement ration =wt. of cement/ wt. of content
0.8= wt. of water/ 112
[Maximum water-cement ratio for durable concrete =0.8]
wt. of water = 0.8×112 LIB
=89.6 LB
=8.96 gallon [1 gallon = 10LB]
= 9 gallon (Ans.)
25715. কোন ফর্মুলাটি ব্যবহার করলে শ্রমিকরা আর্থিকভাবে লাভবান হবে? [BGFCL-21]
ব্যাখ্যা: অন্যান্য ফর্মুলার তুলনায় গড় প্রস্থচ্ছেদ ফর্মুলাটির ক্ষেত্রফল বেশি পাওয়া যায়। সুতরাং শ্রমিকরা এই ফর্মুলাটি ব্যবহার করে কাজের হিসাব করলে কাজের পরিমাপ প্রকৃত ক্ষেত্রফলের চেয়ে বেশি পাওয়া যাবে। সুতরাং শ্রমিকরা বেশি লাভবান হবে।