Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
21. নিচের কোনটি Toxic ক্ষমতা সম্পন্ন?
Explained: উপরের সবগুলো উপাদান Toxic ক্ষমতা সম্পন্ন।
পিচ
অ্যাক্ষান্ট
বিটুমিন
সবগুলো
22. What is the example of metamorphic rock?
Explained-a marble is an example of a metamorphic rock: it is compoised of recrystallized carbonated minerals, most commonly calcite or dolomite. উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. The rock formed from the solidification of molten matter (magma) is called- Ignesus rock 2. The maximum bearing capacity of soil is that of- Hard rocks 3. A solid core of rock is formed inside the cylinder in the case of- Diamond drilling
granite
geneiss
marble
all of these
23. নিচের কোনটি ক্ষমতা সম্পূর্ণ নয়ান দেয় ?
Explained: পিচ, অ্যাসফাল্ট, বিটুমিন বাইন্ডিং গুন সম্পূর্ণ হলেও টক্সিক বা বিষের কোন বাইন্ডিং গুন নেই।
পিচ
অ্যাসফান্ট
বিটুমিন
টক্সিক
24. capilley rise will be greater in gravel--
Explained: মোটা দানার মাটি হতে সূক্ষ দানার মাটি ক্ষেত্রে কৈশিক উচ্চতা বেশী হয়।
fine sand
silt
course
sand
25. Gneiss is chemically classified as-
Explained: Gneiss is a common and widely distributed type of metamorphic rock or silicious rock. Gneiss is a faliated siliceous rock in which the coarse mineral grains. have been arranged into a banded structure. উত্তর সহ কয়েকটি অনুরূপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. According to IS: 382-1963, a good aggregate should be-Chemically inert. Sufficiently strong. Hard and durable. 2. Saw dust can be rendered chemically inert by boiling it in water containing - Ferrous sulphate 3. As per ISI, rolled steel beam sections are classified Into- Five series
a rock
argillaceous rock
silicious rock
none of these
26. সিমেন্টে ফাইনাল সেটিং টাইম কত ঘন্টা?
Explained:- সাধারণ পোর্টল্যান্ড সিমেন্টের ক্ষেত্রে প্রাথমিক সেটিং টাইম ৩০ মিনিটের কম হয় এবং ফাইনাল সেটিং টাইম ১২ ঘন্টার বেশি নয়। উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপুর্ণ প্রশ্ন 1. সিমেন্টের গুণাগুণ নির্ণয়ের পরীক্ষা কয়টি ৫। 2. সিমেন্টে ফাইনাল সেটিং টাইম কত ঘণ্টা ১০০
১২
১০
১৪
27. Marble is an example of –
Explained:-Metamorphic rocks are formed by the metamorphism process. Some example of metamorphic rocks are slate, gneiss, schist, marble, soapstone etc. উত্তর সহ কয়েকটি অনুরূপ গুরুত্বপূন প্রশ্ন 1.The rock formed from the solidification of molten matter (magma) is called: igneous rocks.
aqueous rocks
metamorphic rock
sedimentary rocks
igneous rocks
28. কাঠে কার্বনের পরিমান কত?
Explained: শুকনো আর্দ্রতামুক্ত কাঠে প্রায় ৪৮-৫০ % কার্বন, ৩৮- ৪২% অক্সিজেন, ৬-৭% হাইড্রোজেন ও অল্পে পরিমাণে অন্যান্য উপাদান থাকে।
৩৯%
৫৯%
৪৯%
৬৯%
29. ইটের স্থায়ীত্বশীলতা বৃদ্ধিও জন্য কোন উপাদান ব্যবহৃত হয়?
Explained Lime or Limestone): লাইম ইট পোড়ানোর সময় বিগলক হিসেবে কাজ করে এবং ইটের মাটিতে অতিরিক্ত পরিমাণে লাইয় থাকলে ইটের রং লাল থেকে হলুদ হয়।
লাইম
ম্যাগনেসিয়াম
সিলিকা
সব গুলোই
30. কাচ তৈরীর প্রধান উপাদান কোনাটা?
সোডা
লাইম
বালি
সব
32. নিচের কোন উপাদান কাচের স্বচ্ছতা বৃদ্ধি করা ?
Explained: Silica glass-এ খুবই কম Metallic Impurity থাকে যার মধ্য দিয়ে শুধু দৃশ্যমান আলো ছাড়াও অতিবেগুনি রশ্মি এবং অবলোহিত রশ্মি চলাচল করে। উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. নিচের কোন উপাদান কাচের স্বচ্ছতা বৃদ্ধি করে- Silica. 2. কাচে সিলিকার পরিমাণ কত 50% to 75% 3. কাচের উজ্জ্বলতা বৃদ্ধি পায় কোনটির জন্য লাইম।। 4. কাচের তাপীয় প্রসারাফ কমায় কোনটি বোরাক্স। 5. কাচ অগ্নিরোধী হয় কোনটির কারণে গটাশ। 6. কেনটির কারণে সিলিকা গলে- সোডা।
Silica
Magnesium
sodium
Alumina
33. প্রথম শ্রেণীর ইটে সিলিকার শতকরা পরিমাণ কতো?
নোট: ইটে সিলিকার শতকরা পরিমাণ ৫৫%।
৪৫%
৫০%
৬০%
৬৫%
34. ক্লে সিমেন্ট কোন ধরনের নির্মাণ কাজে ব্যবহৃত হয়?
Explained: বিভিন্ন প্রকার সিমেন্টের ব্যবহার। কালাব সিমেন্ট: মোজাইক বা সৌন্দর্য্য বৃদ্ধির কাজে। অ্যালুমিনাস সিমেন্ট: ২৪ ঘণ্টায় ৭৫% শক্তি অর্জনের জন্য। ক্লে সিমেন্ট: সামুদ্রিক নির্মাণ কাজে। এয়ার এনট্রেইনিং সিমেন্ট: বরফ আচ্ছাদিত স্থানে। পাজোলান সিমেন্ট: অগ্নী নির্বাপক কাজে।
সমুদ্র এলাকার স্থাপনা
বাধ নির্মাণে
সেতু নির্মাণে
কনভার্টেড এলিভেশন
35. Which on is the FM of Sylet sand (নিচের কোনটি সিলেট বালির FM)
Explained: House building and research institute (HBRI)-অনুসারে সিলেট বালির সূক্ষত্য গুণাংকের মান ২.৩ হতে ২.৯ হয়ে থাকে। তবে, সাধারণত সিলেট বালির সূক্ষতা গুণাংকের মান ২.৫ ধরা হয়।
২.০১
২.৮৭
২.৫
২.৬৫
36. নিচের কোনটি সিমেন্টের মূল উপাদান নয়--
Explained:- Cement তৈরির চারটি মূল উপাদান- 1. Tri-Calcium silicate 2. Di-Calcium Silicate 3. Tri-Calcium Siljeste 4. Tetra-Calcium Aluminate উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. নিচের কোনটি সিমেন্টের মূল উপাদান নয়- Fly ash. 2. কোনটি Cement এর খনিজ উপাদান Tri-Calcium Silicate, Di-Calcium Silicate, Tri-Calcium Aluminate, Treta-Calcium Alumino Ferite, Calcium Sulfate. 3. Cement এ ক্যালসিয়াম সালফেট এর পরিমাণ কত- 3%. 4. Cement এ Tri-Calcium silicate এর পরিমাণ কত- 50%. 5. Cement Di-Calcium silicate এর পরিমাণ কত- 25%.
Fly ash
Di-Calcium silicate
Tri-Calcium Silicate
Tri-Calcium Aluminate
37. ৬৩% লাইমের মিশ্রণ থাকে কোন সিমেন্টে?
Explained: বিশুদ্ধ চুনাপাথর সাথে সঠিক অনুপাত মৃত্তিকা মিশ্রিত করে মিশ্রণকে কাচিক হবার প্রারম্ভিক তাপমাত্রার পুড়িয়ে এবং উৎপন্ন ক্লিংকারকে মিহি পাউডারে চূর্ণ করে কৃত্রিম লাইমের মিশ্রণে থাকে।
ক্লে সিমেন্ট
কুইক সেটিং সিমেন্ট
পোর্টল্যান্ড সিমেন্ট
কনভার্টেড সিমেন্ট
38. ইটের উপাদান সিলিকার পরিমাণ কত? প্রখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন-
Explained, ইটে সিলিকা ৫০% থেকে ৬০% এর মধ্যে থাকা বাঞ্চনীয়। সিলিকা ইটের দুমড়ানো, মুচড়ানো ও ক্রাক প্রতিহত করে। তবে অতিরিক্ত সিলিকার জন্য ইটের মাটি সংশক্তি হারিয়ে ফেলে যা ইটকে দুর্বল ও আঙ্গুর করে।
৬০%
৫৫%
৫০%
80%
39. The poisson's ratio for steel varies from-MES-IN—
Explained.-Poisson's ratio values for different materials Clay-0.30-0.45 Material-0.30-0.31 Stainless steel-0.27-0.30 Steel-0.21-0.26 উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. Poisson's ratio for steel within elastic limit, ranges from-0.25 to 0.33 2 Poisson's ratio for concrete - Increases with richer mixes 3. The ratio of lateral strain to axial strain of a homogeneous material, is known - Poisson's ratio 4 The value of Poisson's ratio always remains Less than one
0.22 to 0.28
0.25 to 0.33
0.31 to 0.34
0.32 to 0.42
40. ইটের স্থায়ীত্বতা বৃদ্ধির জন্য কোন উপাদান ব্যবহার করা হয়-
Explained: ইটের মাটি (Brick Clay): ইট তৈরী বা মৃৎশিল্পে ব্যবহার উপযোগী মাটি। সাধারণত লৌহ, ক্যালসিয়াম ও অন্যান্য উপাদান ধারণকারী অশোধিত মাটিকে ইটের মাটি বলা হয়া। ইটের মাটির প্রধান প্রধান রাসায়রিক উপাদানসমূহ হচ্ছে। সিলিকা, অ্যালুমিনা, লৌহ অক্সাইড, ম্যাগনেশিয়া, চুন ও ক্ষার। এসব উপাদানের সামান্যতম হেরফের উৎপাদিত সামগ্রীর গুণাগুণের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ইটের মাটিতে অল্প পরিমাণে সূক্ষ গুড়ো চুন থাকতে হবে। এটি সিলিকাকে (প্রয়োজনীয় অংশের) ১৬৫০° সেন্টিগ্রেড ফার্নেস তাপমাত্রায় গলতে সক্ষম করে এবং টেকসই ইট তৈরি হয়।
সোডা
বালি
লাইম
সব