862. ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে প্রেরিত চন্দ্রযানের এর নাম কী?
ব্যাখ্যা: চন্দ্রযান-৩ চাঁদে অভিযাং প্রেরিত চন্দ্রযানের নাম চন্দ্রযান-৩। - এর আগে আর কোনো দেশের নতে ল্যান্ডার 'বিক্রম' ও বোভার 'প্রক্ত চন্দ্রপৃষ্ঠে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করে করবে ভারতীয় মহাকাশ গবেষণা ও ১২০২৩ সালে ইতিহাস গড়েছে ভারত। ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে ময় চাঁদের রহস্যময় দক্ষিণ মেরুতে অবতরণ করে ভারতীয় চন্দ্রযান-৩।- চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেনি। চন্দ্রযান-৩-এর দুটি অংশ। চাঁদের দক্ষিণ মেরুতে প্রায় ১০ দিন অবস্থান করে বিক্রম ও প্রজ্ঞান।
873. কোনো একটি শ্রেণিতে ১১ জন শিক্ষার্থীর বয়সের গড় ১৩ বছর। ৩ শিক্ষার্থী নতুন ভর্তি হওয়ায় বয়সের গড় হলো ১২ বছর। নতুন ৩ জন শিক্ষার্থীর বয়সের সমষ্টি কত বছর?
878. একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুম্ময়ের দৈর্ঘ্য ১০ সেমি. ও ৮ সেমি. উহার ক্ষেত্রফল ৬৩ বর্গসেমি, হলে সমান্তরাল বাহুস্ময়ের মধ্যবর্তী দূরত্ব কত সেমি.?