Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
821. রট আয়রণের কার্বনের সর্বোচ্চ মাত্রা-
রট আয়রণের কার্বনের সর্বোচ্চ মাত্রা
0.15%
1.3%
1.5%
2%
823. ঘটনাটি শুনে রাখ- বাক্যের যৌগিক ক্রিয়াটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
নিরন্ততা অর্থে
তাগিদ অর্থে
অনুমোদন অর্থে
আকাঙ্খা অর্থে
824. নিচের কোনটি সমাস নিষ্পন্ন শব্দের উদাহরণ?
উপমিত ও উপমানের অভেদ কল্পনামূলক সমাস কে বলা হয় রূপক কর্মধারয় সমাস। যেমন, মন রুপ মাঝি = মনমাঝি।
নিবাস
বড়াই
মনমাঝি
ছাত্রকে
825. একটি ভালো মানের নিমার্ণ পাথর একদিন পানিতে নিমজ্জিত করলে তার নিজস্ব ওজনের- এর বেশি পানি শোষন করলে নির্মাণ একটি ভালো মানের নিমার্ণ পাথর একদিন পানিতে নিমজ্জিত পরিতাজ্য। করলে তার নিজস্ব পরিতাজ্য।ওজনের- এর বেশি পানি শোষন করলে নির্মাণ কাজে একটি ভালো মানের নিমার্ণ পাথর একদিন পানিতে নিমজ্জিত পরিতাজ্য। করলে তার নিজস্ব ওজনের- এর বেশি পানি শোষন করলে নির্মাণ কাজে কাজে
ওভেন ড্রাইড, ঠান্ডা নমুনা পাথর কক্ষ তাপমাত্রায় ২৮ ঘন্টা ভিজিয়ে রাখা হয়।
5%
10%
15%
25%
826. marble is known as (ভূতাত্বিকভাবে মার্বেল পরিচিত)
রুপান্তরিত পাথর: আগ্নেয় কিংবা পাললিক শিলা অত্যধিক তাপ ও চাপে পরিবর্তিত হয়ে যে নতুন শিলা গঠন কওে তাকে রুপান্তরিত পাথর বলে। যেমন: মার্বেল পাথর।
sedimentary rock (অধঃক্ষেপন পাথর)
igneous rock (আগ্নেয় পাথর)
mentamorphic (রুপান্তরিত পাথর)
stratified rock (স্তরিত পাথর)
827. আধুনিক জেন্ট বিমান কোন সূত্র ব্যবহার করে চালানো হয়?
নিউটনের গতি তৃতীয় সূত্র, প্রত্যেকটি ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এই মূলনীতি কাজে লাগিয়ে আধুনিক জেট বিমান চালানো হয়। জ্বালানীর নিম্নমুখী চাপ রকেটকে বা জেটকে উদ্ধমুখী ঠেলে দেয়।
অভিকর্ষ সূত্র
নিউটনের গতি সূত্র
ফ্যারেডের সূত্র
ভরবেগের নিত্যতা সূত্র
828. অশিষ্ট শব্দের সমর্থক পদ কোনটি?
অসহায়
দুর্বল
স্বার্থপর
অভদ্র
829. ছাদের ঢালায়ে ব্যবহৃত পাথর কোনটি-
গ্রানাইট বিশ্বের সবচেয়ে কঠিন উপকরণগুলির মধ্যে একটি এবং হাজার হাজার বছর ধরে বিল্ডিংগুলিতে ব্যবহৃত হচ্ছে। একটি প্রাকৃতিক পাথর, এটি ভূগর্ভস্থ গভীর তাপ এবং চাপ দ্বারা গঠিত হয়।
গ্রানাইট
প্লেট পাথর
নিস
ব্যাসল্ট
830. কোন ধর্মেও কারণে বৃষ্টির ফোটা গোলাকার হয়-
সংশক্তি বলের কারণে জলের ফোটাগুলো গোলক আকার ধারণের প্রবণতা দেখা যায়। তাহলেই বুঝতে পারছো তরল পদার্থের বিশেষ আকৃতির (গোলাকার) জন্য পৃষ্ঠটান বা তলটান দায়ী।
সংশক্তি
সংযুক্তি
সান্দ্রতা
তলটান
831. ব্যাকটেরিয়া কী?
ব্যাখ্যা: ব্যাকটেরিয়া হলো এক প্রকারের আদি নিউক্লিয়াসযুক্ত, অসবুজ, এককোষী অণুজীব। এরা এবং (আরকিয়া) গুলো প্রোক্যারিয়ট (প্রাক-কেন্দ্রিক)। ব্যাকটেরিয়া আণুবীক্ষণিক জীব। বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েন হুক সর্বপ্রথম ১৬৭৫ খ্রিস্টাব্দে বৃষ্টির পানির মধ্যে নিজের তৈরি সবল অণুবীক্ষণযন্ত্রের নিচে ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ করেন। আদিকোষী অণুজীবদের একটি বিরাট অধিজগৎ ব্যাকটেরিয়া নিয়ে গঠিত। সাধারণত দৈর্ঘ্যে কয়েক মাইক্রোমিটার ব্যাকটেরিয়ার বিভিন্ন ধরনের আকৃতি রয়েছে, গোলকাকৃতি থেকে দণ্ডাকৃতি ও সর্পিলাকার পর্যন্ত ব্যাপ্ত। গোড়ার দিকে পৃথিবীতে যেসব রূপে প্রাণের আবির্ভাব ঘটেছিল, ব্যাকটেরিয়া তাদের মধ্যে অন্যতম। পৃথিবীর অধিকাংশ আবাসস্থলেই ব্যাকটেরিয়া বিদ্যমান রয়েছে। ব্যাকটেরিয়া মাটি, জল, আম্লিক উষ্ণ ঝরনা, তেজস্ক্রিয় বর্জ্য এবং ভুঙ্গকের গভীর জীবমণ্ডলে বাস করে। ব্যাকটেরিয়া উদ্ভিদ ও প্রাণীর সাথে মিথোজীবী ও পরজীবী সংসর্গেও বাস করে। বেশিরভাগ ব্যাকটেরিয়া চিহ্নিত হয়নি এবং মাত্র প্রায় ২৭ শতাংশ ব্যাকটেরিয়া পর্বের প্রজাতিগুলোকে গবেষণাগারে আবাদ (Culture) করা যায়। মাইক্রোবায়োলজির যে শাখায় ব্যাকটেরিয়া নিয়ে অধ্যয়ন করা হয় তাকে ব্যাক্টেরিওলজি বলে। [তথ্যসূত্রঃ সাধারণ বিজ্ঞান নবম দশম শ্রেণি]
জড় বস্তু
উদ্ভিদ
প্রাণী
অণুজীব
832. সর্বোচ্চ ৭২% লোহা থাকে..... রডে।
ম্যাগনাটাইট, হেমাটাইট, লিমোটাইট, সাইড্রাইট হল লোহার আকরিক। ম্যাগনাটাইট হল লোহার আকরিকের সর্বোত্তম মানের এবং এতে ৭২% বিশুদ্ধ লোহা রয়েছে। হেমাটাইট ৬০% থেকে ৭০% বিশুদ্ধ লোহা আকরিক থাকে। লিমোটাইট ৪০% থেকে ৬০% বিশুদ্ধ আয়রন ধারণ করে। সাইডোরাইটে অনেক অমেধ্য রয়েছে এবং এতে মাত্র ৪০% থেকে ৫০% বিশুদ্ধ আয়রন রয়েছে।
ম্যাগনেটাইট
হেমাটাইট
লিমোনাইট
ব্ল্যাক ব্যান্ড
833. অনুসর্গের আর কী নাম রয়েছে?
অনুসর্গের আর এক নাম কর্মপ্রবচনীয়। যে সমপ্ত অব্যয় ধাতুর সঙ্গে ব্যবহৃত না হয়ে স্বতন্ত্রভাবে ব্যবহৃত হয়ে বিশেষ্যকে নিয়ন্ত্রিত করে তাদের কর্মপ্রবচনীয় বলে।
শব্দ সংক্ষেপ
কর্মপ্রবচনীয় অব্যয়
পদাশ্রিত অব্যয়
বিরক্তি
834. কোথায় বস্তুর ওজন সবচেয়ে কম?
ব্যাখ্যা: মেরু অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি, কেননা এখানে অভিকর্ষজ ত্বরণ ও এর মান সবচেয়ে বেশি। পৃথিবীর কেন্দ্রে g- এর মান শূন্য বিধায় বস্তুর ওজন শূন্য। বিষুব অঞ্চলে g- এর মান সবচেয়ে কম বিধায় সেখানে বস্তুর ওজন সবচেয়ে কম। খনির ভেতর ভূপৃষ্ঠের তুলনায় এ এর মান কম বিধায় ভূপৃষ্ঠে বস্তুর ওজনের তুলনায় খনির ভেতর বস্তুর ওজন কম। [তথ্যসূত্রঃ সাধারণ বিজ্ঞান নবম দশম শ্রেণি]
ভূ-পৃষ্ঠে
মেরু অঞ্চলে
নিরক্ষীয় অঞ্চলে
পৃথিবীর কেন্দ্রে
835. কম্পিউটার শব্দের অর্থ কি?
ব্যাখ্যা: গ্রীক শব্দ "Compute" থেকে অধুনা Computer শব্দের উৎপত্তি। আবার ল্যাটিন শব্দ Computare ও থেকে Computer শব্দের উৎপত্তি। যার আর্থ গণনা করা, সেই দিক থেকে চিত্তাকরলে এর অর্থ গণনা কারী যন্ত্র বিশেষ। যেমন Calculator, Counter, Conductor. [তথ্যসূত্রঃ তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি নবম দশম শ্রেণি]
হিসাবকারী যন্ত্র
গণনাকারী যন্ত্র
পরীক্ষার যন্ত্র
বিমান চালানোর যন্ত্র
836. ঘটনাটা শুনে রাখ-এ বাক্যটি কোন ক্রিয়ার উদাহরণ?
যৌগিক ক্রিয়া
মৌলিক ক্রিয়া
সমাপিকা ক্রিয়া
অসমাপিকা ক্রিয়া
837. বল ও সরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হলে কাজের মান শূন্য হবে?
বল ও সরণের মধ্যবর্তী কোণ ১৮০ ডিগ্রি হলে কাজের মান শূন্য হবে। কারণ, বল ও বলের দিকে সরণ কাজ কিন্তু কল ও বলের বিপরীত দিকে সরণ কাজ বলে গণ্য হবে না।
৯০
৬০
১৮০
838. খাদ্যশক্তি কিসের মাধ্যমে পরিমাপ করা হয়?
ব্যাখ্যা: একটি খাদ্যদ্রব্য বা পানীয় থেকে যে পরিমাণ শক্তি পাওয়া যায় তা পরিমাপ করা হয় ক্যালোরি দিয়ে। একজন পুরুষের দৈনিক ২৫০০ কিলোক্যালোরি এবং একজন নারীর দৈনিক ২০০০ কিলোক্যালোরি দরকার হয় তাদের শরীরকে কর্মক্ষম রাখার জন্য- শ্বাস নেয়া থেকে শুরু করে দৌড়ানো পর্যন্ত সবকিছু এর অন্তর্ভুক্ত। ক্যালরি শক্তির একটি একক, পুষ্টিবিজ্ঞানে যার বহুল ব্যবহার রয়েছে। ঐতিহাসিক কারণে ক্যালরির দুইটি একক বহুল প্রচলিত। "ক্ষুদ্র ক্যালরি বা গ্রাম ক্যালরি (সচরাচর যাকে ক্যাল বলে উল্লেখ করা হয়) বলতে বুঝায় ১ গ্রাম পানির তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বা ১ ডিগ্রি কেলভিন বৃদ্ধি করতে ব্যয়িত তাপশক্তি। [তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া]
জুল
কিলো জুল
ক্যালরি
কিলো ক্যালরি
840. বাংলা ভাষায় বহুল প্রচলিত অভিধান চলন্তিকা-এর প্রণেতা কে?
পেশায় একজন রসায়নবিদ ২৬০০০ শব্দনিয়ে লিখে ফেললেন চলন্তিকা অভিধান। তিনি আর কেউ নন, তিনি সকলের পরিচিত রাজ শেখর বসু (মার্চ ১৬, ১৮৮০ থেকে এপ্রিল ২৭, ১৯৬০ খ্রি:) ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি সাহ্যিতিক, অনুবাদক, রসায়নবিদ ও অভিধান প্রণেতা।
কাজী আবদুল ওদুদ
হরিচরণ বন্দোপাধ্যায়
রাজ শেখর বসু
সুবল চন্দ্র মিত্র