Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
781. বায়ুমন্ডলে সর্বাধিক পাওয়া যায় কোনটি?
পৃথিবীর বায়ুমন্ডল নাইট্রোজেন (৭৮.০২%), অক্সিজেন (২০.৭১%), আর্গন (০.৮০%), কার্বন ডাই অক্সাইড (০.০৩% প্রায়) এবং সামান্য পরিমাণ অন্যান্য গ্যাস।
অক্সিজেন
হাইড্রোজেন
নাইট্রোজেন
কার্বন ডাই অক্সাইড
782. কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি?
কঠিন মাধ্যমে শব্দের গতিবেগ সর্বাধিক, তরলে এই গতিবেগ কঠিনের তুলনার অপেক্ষাকৃত কম এবং গ্যাসীয় মাধ্যমে তা সর্বনিম্ন।
শূন্য
কঠিন মাধ্যম
তরল মাধ্যম
বায়বীয় মাধ্যম
783. কোন স্থানটি বাংলাদেশের ছিটমহল?
লালমনিরহাট জেলাধীন পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী ভারতের অভ্যন্তরে বাংলাদেশের সর্ববৃহৎ ছিটমহল দহগ্রাম ও আঙ্গরপোতা। এ ভূখন্ডের সাথে বাংলাদেশের মূল ভূখন্ডের যোগাযোগের জন্য একটি প্যাসেজ ডোর রয়েছে যা তিন বিঘা করিডর নামে পরিচিত।
তিন বিঘা করিডর
জাফলং
রৌমারী
দহগ্রাম
784. কোন সমস্ত পদটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
অহি নকুল বিরোধার্তক শব্দ যোগে গঠিত দ্বন্দ্ব সমাস। যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থ এর প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে।
বিলাতফেরত
অহি-নকুল
শশব্যস্ত
পদ্মনত
785. বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্ত নদীর নাম কি?
কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড়। গোমতী নদীর উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরা পাহাড়ের ডুমুর। মহানন্দা নদীর উৎপত্তিস্থল খাগড়াছড়ির বাটনাতলী ইউনিয়নের পাহাড়ি গ্রাম সালদা। সালদার পাহাড়ি ঝর্ণা থেকে নেমে আসা ছড়া সালদা থেকে হালদা। এটি পরে কালুরঘাটের নিকট কর্ণফুলী নদীর সাথে মিলিত হয়েছে।
কর্ণফুলী
হালদা
গোমতী
মহানন্দা
786. বিশ্বের সর্বাধিক কার্বন নিঃসরণকারী দেশ কোনটি?
চীন হচ্ছে সর্বচেয়ে বড় কার্বন-ডাই-অক্সাইড নির্গমনকারী দেশ। পৃথিবীর সমগ্র নির্গমনের এক চতুর্থাংশই আসছে চীন থেকে। প্রধানত কয়লা নির্ভরতার কারণে তাদের কার্বন নির্গমন এখনো বাড়ছে।
যুক্তরাষ্ট্র
চীন
ভারত
জাপান
787. সৈয়দ মুজতবা আলী রচিত দেশে বিদেশে একটি-
সৈয়দ মুজতবা আলী রচিত দেশে বিদেশে একটি ভ্রমণ কাহিনী যা ১৯২৭ থেকে ১৯২৯ সালের আফগানিস্তান ভ্রমণের উপর লেখা।
রম্য রচনা
কবিতা
আত্মজীবনী
ভ্রমণ কাহিনী
788. জনৈক শব্দের সন্ধি বিচ্ছেদ-
স্বরসন্ধির নিয়মানুসারে অ-কার কিংবা আ কারের পর এ কার থাকলে উভয়ে মিলে ঐ কার হয়। ঐ কার পূর্ববর্তী ব্যাঞ্জনের সাথে যুক্ত হয়। অ+এ = ঐ (জন + এক = জনৈক)
জন + ইক
জন + এক
জনৈ + এক
জন + ঈক
789. দেশে বিদেশে গ্রন্থের রচয়িতা কে?
দেশে বিদেশে হচ্ছে নান্দনিক কথা সাহিত্যি সৈয়দ মুজতবা আলী রচিত একটি ভ্রমণ কাহিনি। অন্য কোন ভ্রমণ কাহিনী আজ পর্যন্ত বাংলা সাহিত্যে এতটা জনপ্রিয় অর্জন করতে পারে নি।
জসিম উদদীন
বেগম সুফিয়া কামাল
সৈয়দ মুজতবা আলী
সৈয়দ শামসুল হক
790. জনৈক এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
জনৈক শব্দের ব্যাসবাক্য হলো, জন যে এক।
এক যে জন
জন যে এক
এক এবং জন
এক জন পর্যন্ত
791. হালদা ভ্যালি কোথায় অবস্থিত?
হালদা ভ্যালি খাগড়াছড়ি জেলায় অবস্থিত একটি উপত্যকা। এই উপত্যকা থেকে হালদা নদীর উৎপত্তি। এছাড়া পার্বত্য চট্টগ্রামে কাপ্তাই হ্রদ দ্বারা প্লাবিত আর একটি উপত্যকা হলো ভেঙ্গী ভ্যালি।
রাঙ্গামাটি
খাগড়াছড়ি
বান্দরবান
সন্দীপ
792. The team is...eleven players.
'কোনো কিছু দিয়ে গঠিত' অর্থ প্রকাশ করতে Phrasal verb হিসেবে made up of বসে।
made of
made up of
made up
made
793. অহি-নকুল শব্দটি কোন নিয়মে গঠিত হয়েছে?
অহি ও নকুল = অহিনকুল দ্বন্দ্ব সমাস সাধিত শব্দ।
প্রত্যয়
সমাস
সন্ধি
উপসর্গ
794. বাংলাদেশের সাথে সীমান্ত রয়েছে এমন দুটি দেশের নাম হলো-
ভারত ও মায়ানমার বাংলাদেশের সাথে সীমান্ত রয়েছে।
ভারত ও ভুটান
ভারত ও মায়ানমার
ভারত ও মালদ্বীপ
ভারত ও নেপাল
795. কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়?
যুক্তরাষ্ট্রের নিউইয়ার্কে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্য করার জন্য জর্জ হ্যারিসন ও পন্ডিত রবিশঙ্করের উদ্যোগে ১ আগষ্ট, ১৯৭১ সালে ' Concert for Bangladesh'এর আয়োজন করা হয়। জর্জ হ্যারিসন এর ব্যান্ড দলের নাম ছিল, বিটলস (১৯৬০ সালে) প্রতিষ্ঠিত।
লন্ডন
নিউইয়ার্ক
ক্যালিফোর্নিয়া
ওয়াশিংটন
796. Here 'very' is- I am very busy.
প্রদত্ত বাক্যে very শব্দটি adverb হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে very শব্দটি ব্যাক্যের adjective 'busy' কে modify করেছে।
adjective
noun
adverb
interjection
797. বাংলাদেশের কৃষিভিত্তিক ইপিজেড কোথায় অবস্থিত?
১৯৯৯ সালে কার্যক্রম শুরু করা বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড উত্তরা ইপিজেড এর অবস্থান নীলফামারী জেলার মঙ্গলশীতে।
ঢাকা
চট্টগ্রাম
বরিশাল
নীলফামারী
798. " ছাত্রটির মাথা ভালো" বাক্যে মাথা কি অর্থে ব্যবহৃত হয়েছে?
ছাত্রটির মাথা ভালো" বাক্যে মাথা মেধা অর্থে ব্যবহৃত হয়েছে।
দেহের অংশ
প্রান্ত
মেধা
নেতা
799. ১৯৭১ সালে অনুষ্ঠিত Concert for Bangladesh এর প্রধান শিল্পী কে ছিলেন?
পন্ডিত রবিশঙ্করের উদ্যোগে ১ আগষ্ট, ১৯৭১ সালে Concert for Bangladesh' এর আয়োজন করা হয়। পন্ডিত রবিশঙ্করের আহবানে জর্জ হ্যারিসন এই কনসার্টে যোগ দেন। কনসার্টের প্রধান শিল্পী ছিলেন জর্জ হ্যারিসন।
রুনা লাইলা
বাপ্পী লাহিড়ী
মার্ক এন্থনি
জর্জ হ্যারিসন
800. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
১৯৭২ সালে ইন্দিরা মুজিবুর চুক্তি অনুযায়ী দহগ্রাম আঙ্গরপোতা বাংলাদেশের লালমনিরহাট জেলাধীন একটি ছিটমহল।
নীলফামারী
কুড়িগ্রাম
লালমনিরহাট
দিনাজপুর