61. নিচের কোনটি গ্যাস কাটিং ফ্লুইড?
ব্যাখ্যা: এটি প্রধানত তিন প্রকার, যথা-
(ক) কঠিন: আফাইট, মলিবডেনাম, ডাইসালফাইড, মোম ইত্যাদি।
(খ) তরলঃ একে আবার দুই ভাগে ভাগ করা যায়:
(i) ওয়াটার বেস কাটিং ফ্লুইড: যেমন: ওয়াটারের সাথে অ্যালকালি (সোডা অ্যাশ, ট্রাই সোডিয়াম ফসফরাস) মিশিয়ে যে কাটিং ফ্লুইড তৈরি করা হয়।
(ii) মিনাবেল অয়েল বেস কাটিং ফ্লুইড। ইমালশন/সলিউবল অয়েল (ইপি), মিনারেল লার্ড অয়েল ইত্যাদি।
(গ) গ্যাসীয় কাটিং ফ্লুইড: কম্প্রেশড এয়ার, আর্গন, হিলিয়াম, নাইট্রোজেন ইত্যাদি।