147. মিলিং কাটার যে দিকে ঘুরে জব ফিড করে সে দিকে ঘুরলে তাকে-- বলে।
আপ মিলিং বা কনভেনশনাল মিলিং (Up or Conventional milling) : ওয়ার্কপিস কাটার ঘূর্ণনের বিপরীতে অগ্রসর হয়। যে মিলিং পদ্ধতিতে কার্যবস্তুকে ঘূর্ণায়মান কাটারের গতির বিপরীত দিকে এগিয়ে দেয়া হয় বা ফিড দেয়া হয়, তাকে আপ মিলিং বা কনভেনশনাল মিলিং বলা হয়। আপ মিলিং-এ কাটারের উর্ধ্বগতিতে মাল কাটা হয়।
ডাউন মিলিং বা ক্লাইম্ব মিলিং (Down or Climb milling) ওয়ার্কপিস কাটার ঘূর্ণনের অনুকূলে অগ্রসর হয়। যে মিলিং পদ্ধতিতে কার্যবস্তুকে কাটারের গতির দিকে আগিয়ে ফিড দেয়া হয়, তাকে ডাউন বা ক্লাইখ মিলিং বলা হয়। ডাউন মিলিং-এ কাটারের নিম্ন গতিতে মাল কাটা হয়।
প্লেইন/প্ল্যাব মিলিং (Plaisirlah milling)ঃকার্যবস্তুতে হবিজন্টাল মিলিং মেশিনে ঘূর্ণায়মান স্ল্যাব বা সিলিন্ড্রিক্যাল কাটার অথবা সাইড অ্যান্ড ফেস মিলিং কাটারের অক্ষের সমান্তরালে সমতল তল মিলিংকরণ প্রক্রিয়াকে প্লেইন বা স্ল্যাব মিলিং বলে।