404. নিচের কোনটি ফ্লাক্স হিসাবে ব্যবহৃত হয়?
বিভিন্ন মেটালে বিভিন্ন ধরনের ফ্লাক্স ব্যবহার হয়। যেমন-
১। লোহা জাতীয় বা ফেরাস মেটালে (Ferrous metal), বোরাক্স (Borax), সোডিয়াম কার্বনেট (Sodium carbonate) চুনাপাথর, সোডিয়াম সিলিকেট (Limestone sodium silicate), সোডিয়াম বাইকার্বনেট (Sodium bicarbonate) জাতীয় ফ্লাক্স ব্যবহৃত হয়।
২। কপার বা কপার মিশ্রিত অ্যালয়ে সোডিয়াম (Sodium) এবং পটাশিয়াম (Potassium), কার্বনেট (Carbonates) ক্লোরাইডস (Chlorides), সালফেটস (Sulphates) এবং বোরিক অ্যাসিড (Boric Acid) প্রভৃতি ফ্লাক্স ব্যবহার করা হয়।
৩। অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেশিয়াম অ্যালয়ে (Magnesum alloy) আলেক্যালাইন ফ্লোরাইডস (Alkaline fluorides), পটাশিয়াম ক্লোরাইডস (Potassium chlorides) এবং লিখিয়্যাম ক্লোরাইডস (Lithioum chlorides) ইত্যাদি ফ্লাক্স ব্যবহার করা হয়।