Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1. দেওয়ালের আড়াআড়ি ইটের স্থাপনেকে বলে-
হেডার
ক্লোজার
স্ট্রেচার
অ্যারাইজার
2. দুটি ইটকে পরষ্পর আঘাত করলে ধাতব শব্দের মতো শব্দ করলে এবং সহজে ভেঙ্গে না যায় তাহলে তা কোন শ্রেনীর ইট?
প্রথম শ্রেণী
দ্বিতীয় শ্রেণী
তৃতীয় শ্রেণী
পিকড ঝামা
3. পানি চক্র কি ধরনের প্রক্রিয়া?
কৃত্রিম
প্রাকৃতিক
জৈবিক
চুম্বকীয়
4. শহর ও নগর এলাকার রান অফের সহগ কত ধরা হয়-
০.৭০
০.৯০
১.৩০
১.৫
5. কনক্রিট ঢালায়ের উপযুক্ত তাপমাত্রা কত
72-98° F
90-128°F
95-130°F
100-150°F
6. বাকল অপসারিত গাছের কান্ডকে কী ধরণের টিম্বার বলে?
ব্যাখ্যা: শাখা প্রশাখা ছেদিত গাছের কার্যকরী দৈর্ঘ্যের কান্ডকে মোটাসোটা ডালকেও) লগ বলে। সঠিক উত্তর: খ.
রাফ টিম্বার
লগ টিম্বার
কনভার্টেট টিম্বার
স্ট্যান্ডিং টিম্বার
7. কোন মাধ্যমে শব্দের বেগ সবথেকে বেশি?
কঠিন
তরল
বায়বীয়
শূন্য
8. সেতুর ভিত্তি নির্মাণে মাটি পরীক্ষার জন্য ব্যবহৃত হয় কোনটি?
পারকুশন বোরিং
ওয়াশ বোরিং
কোর ড্রিলিং
টেস্ট সিলিন্ডার
9. The construction of a temporary structure required to support an unsafe structure is called (বিপদগামী কাঠামোকে ঠেকনা দেবার জন্য যে অস্থায়ী কাঠামো নির্মাণ করা হয় তাকে বলে)
ব্যাখ্যা: বিপদগ্রন্থ কাঠামোকে সাপোর্ট দেবার জন্য এবং এর দূর্বল ভিত্তিকে শক্তিশালী করার জন্য বাঁশ বা স্টিলের তৈরি যে সাপোর্ট বা ঠেকনা দেওয়াল নিমাণ করা হয় তাকে শেরিং বলে। এককথায় বিপদগ্রস্থ কাঠামোকে ঠেকনা দেবার জন্য যে অস্থায়ী কাঠামো নির্মাণ করা হয় তাকে শেরিং বলে। সঠিক উত্তর: গ.
underpinning
scaffolding
shoring
jacking
10. কুইক সেটিং সিমেন্ট এর সেটিং টাইম কত মিনিট-
৫ মিনিট থেকে ১০ মিনিট
৫ মিনিট থেকে ৬০ মিনিট
৫ মিনিট থেকে ৩০ মিনিট
৫ মিনিট থেকে ৬০০ মিনিট
11. কাঠামোর স্ফেটিক সৃষ্টির জন্য দায়ী কোনটি-
আর্সেনিক
অ্যাসিড
লবন
ক্ষার
12. সাধারনত রাস্তার কাজে ও ইটের মেঝেতে কোন বন্ড ব্যবহৃত হয়?
জিগ- জ্যাক বন্ড
ডায়াগোনাল বন্ড
হেরিং বোন বন্ড
ডাচ বন্ড
13. কনক্রিট দ্রুত বহন করতে নিচের কোনটি ব্যবহৃত হয়?
ব্যাখ্যা: বেল্ড কনভেয়র একটি চলমান বেল্ট। এটি সর্বদা চলমানভাবে কনক্রিট বা অন্যান্য মাল বহন করে। সঠিক উত্তর: গ.
ট্রিপার
ক্রেন
বেল্ট কনভেয়র
ট্রাক
14. ভিত্তির ব্যর্থতার কারন কোনটি?
মাটির অসম বসন
মাটির অসম লোড
মাটির অসম প্রকৃতি
মাটির অসম গাথুনী
15. নিচের কোনটি পিচ্ছিলকারক
কারক
তেল
পানি
মাটি
16. নিচের কোনটি কৃত্তিম পাথর?
মোজাইক পাথর
বেলে পাথর
শেল পাথর
নিস পাথর
17. দালানের বুনিয়াদ শক্ত করতে কোন পদ্ধতিতে শোরিং করা হয়?
ডেড শোরিং
রেকিং শোরিং
ফ্লাই শোরিং
স্ক্যাফোল্ডিং
18. পদার্থের ভর ও শক্তি সম্পর্কিত E = MC² সূত্রটি আবিষ্কার করেন কে?
ব্যাখ্যা: পদার্থের ভর ও শক্তি সম্পর্কিত সূত্রটি হলো, কোন বস্তুকে আলোর বেগে গতিশীল করলে ঐ বস্তুর সমস্ত ভর শত্তিতে রুপান্তরিত হবে। আইনস্টাইন এই সূত্রটি আবিষ্কার করেন। সঠিক উত্তর: খ.
নিউটন
আইনস্টাইন
স্টিফেন হকিং
ডারউইন
19. কোন ধরনের মাটির ভার বহন ক্ষমতা বেশী?
বেলেমাটি
এটেল মাটি
দোআশ মাটি
বালি
20. ৪ নং চালুনীতে বাধাপ্রাপ্ত সব এগ্রিগেট-
ফাইন এগ্রিগেট
কোর্স এগ্রিগেট
বাইন্ডিং ম্যাটেরিয়াল
কোনটি নয়