45. বাংলা ভাষায় বহুল প্রচলিত অভিধান চলন্তিকা-এর প্রণেতা কে?
পেশায় একজন রসায়নবিদ ২৬০০০ শব্দনিয়ে লিখে ফেললেন চলন্তিকা অভিধান। তিনি আর কেউ নন, তিনি সকলের পরিচিত রাজ শেখর বসু (মার্চ ১৬, ১৮৮০ থেকে এপ্রিল ২৭, ১৯৬০ খ্রি:) ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি সাহ্যিতিক, অনুবাদক, রসায়নবিদ ও অভিধান প্রণেতা।