68. It is natural in every man to wish---distinction.
Hints: Wish for something অর্থ বিশেষত পাওয়া সম্ভব নয় বলে মনে হয় এবং কিংবা নিতান্তই ভাগ্যগুণে পাওয়া যেতে পারে এমন কিছুর আকাঙ্ক্ষা করা। For যোগে বাক্যটির বাংলা: শ্রেষ্ঠত্বের আকাঙ্ক্ষা করা প্রতিটি মানুষের ক্ষেত্রে স্বাভাবিক বিষয়।
69. 11. The retired professor decided---put---a job as an advisor of the Central Bank.
Hints: Put in for a job অর্থ চাকরির জন্য দরখাস্ত করা আর decide to + verb এর present form বসে। বাক্যে to, in, for যোগে বাক্যটির অর্থ: অবসর প্রাপ্ত অধ্যাপক কেন্দ্রীয় ব্যাংকের উপদেষ্টা পদে চাকরির জন্য দরখাস্ত করার সিদ্ধান্ত নিল।
Hints: Agree with somebody on something অর্থ কোনো কিছুতে কারো সাথে একমত হওয়া। সুতরাং শূন্যস্থানে agreed with বসবে। Agreed with বসিয়ে বাক্যটির বাংলা: এ বিষয়ে আমি তার সাথে একমত হয়েছি।
73. It is not always easy to sympathise---an unfortunate man.
Hints: Sympathise with somebody অর্থ কারো প্রতি সহানুভূতিশীল হওয়া বা সমবেদনা প্রকাশ করা। With যোগে বাক্যের অর্থ: অভাগা ব্যক্তিকে সমবেদনা প্রদান করা সবসময় সহজ নয়।
76. We were at a disadvantage--- that we did not have a very good knowledge of the language the others were using.
Hints: In that অর্থ for the reason that (কারণে)। শূন্যস্থানে in বসিয়ে বাক্যটির অর্থ: অন্যরা যেভাবে ভাষা জ্ঞান ব্যবহার করছিল সেরূপ আমাদের ভাষা জ্ঞান না থাকার কারণে আমরা প্রতিকূল পরিস্থিতির মধ্যে ছিলাম।
79. It is dangerous to intrude----the ememy's camp.
Hints: Intrude on/into something অর্থ- কোনো কিছুতে জোর করে প্রবেশ করা বা অনধিকার প্রবেশ। তবে into-এর পরিবর্তে on অধিক ব্যবহৃত হয়। On যোগে বাক্যটির বাংলা: শত্রুর ক্যাম্পে অনধিকার প্রবেশ বিপদজনক।