1. Compressive strength of concrete as a function of –
তথ্য: কংক্রিটের কম্প্রেসিভ শক্তি হল কম্প্রেশন টেস্ট দ্বারা পরিমাপ করা শক্ত কংক্রিটের শক্তি। কংক্রিটের সংকোচনশীল শক্তি অনেক কারনের উপর নির্বর করে যেমন: জল-সিমেন্ট অনুপাত, সিমেন্টের শক্তি, কংক্রিটের উপাদানের সময় গুনমান নিয়ন্ত্রণ ইত্যাদি।
2. to resist the positive moment of a simply supported beam the reinforcement should be provided at the ( একটি সাধারণভাবে স্থাপিত বীমের পজেটিভ মোমেন্ট প্রতিরোধ করার জন্য শক্তিবৃদ্ধি প্রদান করা উচিত)
তথ্য: পজেটিভ মোমেন্ট এর ক্ষেত্রে বীমের নিচে টেনশন উৎপন্ন হয়। ফলে, পজেটিভ মোমেন্ট প্রতিরোধের জন্য বীমের নিচের তলে শক্তিবৃদ্ধি করা প্রয়োজন। উত্তর: ক.
8. grain size distributing of clay can be done by_ (কাদামাটির কণার আকার বন্টন করা হয়ে থাকে)
তথ্য: হাইড্রোমিটার বিশ্লেষণ (hydrometer test): চালনি বিশ্লেলণ (sieve analysis) কাদামাটি এবং পলি কণার জন্য ব্যবহার করা যাবে না কারণ এগুলি খুব ছোট (ব্যাস ০.০৭৫ মিমি) এবং ঝাঁকুনির সময় এগুলো দীর্ঘ সময়ের জন্য বাতাসে ঝুলে থাকবে। চালনী নং ২০০ অতিক্রম করে এমন দানাদার আকারের বন্টন হাইড্রোমিটার বিশ্লেষন ব্যবহার করে নির্ণয় করা যেতে পারে। সঠিক উত্তর: খ
9. In a simply supported reinforced concrete beam, the reinforcement is placed (একটি সাধারণভাবে স্থাপিত কংক্রিট বীমের, রিইনফোর্সমেন্ট স্থাপন করা হয়)
তথ্য: পজেটিভ মোমেন্ট প্রতিরোধ করার জন্য বীমের নিচের তলে শক্তিবৃদ্ধি করা প্রয়োজন। এ কারণে প্রধান রিইনফোর্সমেন্ট বীমের নিউট্রাল এক্সিস এর নিচে স্থাপন করা হয়। উত্তর: ক