Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
21. You must adhere _ your principle.
তথ্য: কোনো কিছুতে লেগে থাকা বোঝাতে adhere এরপর to বসে।
to
with
at
in
22. বিস্ময় ও সংময় এ বিপরীতার্থক শব্দ কোনটি?
তথ্য: বিস্ময় ও সংময় এ বিপরীতার্থক শব্দ প্রত্যয় উত্তর: (গ)
দ্বিধা
নির্ভয়
প্রত্যয়
বিস্ময়
23. সাধুরীতি শব্দ কোনটি?
তথ্য: সাধু শব্দের অর্থ শিষ্ট, ভদ্র বা মার্জিত। বাংলা গদ্য সাহিত্যের শুরু থেকে শিষ্ট জনেরা এ ভাষায় সাহিত্য চর্চা করতেন। তৎসম বা সংস্কৃত শব্দ সাধুরীতি শব্দ। এ শব্দ কোনো রুপ পরিবর্তন ছাড়াই সরাসরি বাংলা ভাষায় গৃহীত হয়েছে। যেমন: চন্দ্র, সূর্য, গ্রহ, গৃহ, ক্ষেত্র, কর্ণ ইত্যাদি। উত্তর: (গ)
গ্রহ
কেতাব
মার্জিত
গিন্নী
24. He is not interested cycling.
তথ্য: কোনো বিষযে আগ্রহী বোঝাতে interested এরপর in বসে।
in
with
for
at
25. অর্বাচীন এর বিপরীতার্থক শব্দ কোনটি?
তথ্য: অর্বাচীন এর বিপরীতার্থক শব্দ প্রচীন। আর নবীন বিপরীতার্থক শব্দ প্রবীণ। উত্তর: (ক)
প্রচীন
বাচীন
নবীন
কোনটিই নয়
26. I could not convince him his mistakes.
তথ্য: কাউকে কোনো কিছু প্রভাবিত করা / রাজি করানো বোঝাতে convince এরপর of বসে।
for
from
of
to
27. সুদ্ধ বানান কোনটি?
তথ্য: সুদ্ধ বানান বিভীষিকা শব্দটির অর্থ আতঙ্ক বা ভীতিকার ঘটনা। উত্তর: (ঘ)
বিভিসিকা
বিবিষীকা
বিভীষীকা
বিভীষিকা
28. ঋজু শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
তথ্য: ঋজু শব্দের বিপরীতার্থক শব্দ সোজা কঠিন শব্দের বিপরীতার্থক শব্দ কোমল ঘন শব্দের বিপরীতার্থক শব্দ তরল বাঁকা শব্দের বিপরীতার্থক শব্দ সোজা উত্তর: (ক)
সোজা
কঠিন
তরল
বাকাঁ
29. যার কোনো কিছু থেকেই ভয় নেই এক কথায় প্রকাশ কি?
তথ্য:. যার কোনো কিছু থেকেই ভয় নেই এক কথায় প্রকাশ অকুতোভয়। ভয় নেই যার নির্ভীক। উত্তর: (ঘ)
(ক) ভয়শূন্য (খ) (গ) (ঘ)
অকুতোভয়
অভয়
নির্ভীক
30. নয়ন এর সঠিক প্রকৃতি প্রত্যয়?
তথ্য: নয়ন এর সঠিক প্রকৃতি প্রত্যয় √ নী + অনট্ =নী+অন>(ন+অন)। এটি কৃৎ প্রত্যয়। বাংলা ব্যাকারণের দুই ধরনের প্রত্যয় দেখা যায়। যেমন: সংস্কৃত কৃৎ প্রত্যয় এবং বাংলা কৃৎ প্রত্যয়।
নী + অট
নে + অনট
নে+ অট
নী + অনট
31. She prides herself her beauty
তথ্য: Proud of - গর্বিত, take in গর্ব করা, pride on - কোনো কিছুর জন্য গর্ব করা।
from
to
of
on
32. Choose the correct sentence
বর্ণনা: কোনো বস্তু হতে ভিন্ন প্রকৃতির কোনো বস্তু তৈরি হলে, বাক্যে make verb এরপর preposition হিসেবে from ব্যবহৃত হয়। প্রশ্নে উল্লিখিত বাক্যে wood এবং paper দুটিই ভিন্ন প্রকৃতির । যেহেতু, একটি বস্তু (wood) হতে আরেকটি বস্তু (paper) তৈরি হচ্ছে, এক্ষেত্রে verb এর পর preposition হিসেবে form ব্যবহৃত হবে।
paper made on wood
paper is made by wood
paper is made from wood
paper is made of wood
33. I could not convince him his mistakes.
কাউকে কোনো বিষয়ে প্রভাবিত করা বোঝাতে convince এর পর of বসে।
for
from
of
to
34. Choose the correct sentence
তথ্য: Reporting verb, simple past এর হলে এবং Reported speech এর verb present perfect tense এ থাকলে indirect speech এ পরির্বতনের জন্য Reported speech এর verb form past perfect tense এ হবে।
he asked me if I have passed
he asked me if I had passed
he asked me if I passed
he asked me did I pass
35. She prides herself her beauty.
তথ্য: Proud of - গর্বিত, take in- গর্ব করা, pride on- কোনো কিছুর জন্য গর্ব করা।
on
to
of
from
36. কবর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
তথ্য: পল্লি কবি জসীমউদ্দিন (১৯০৩-১৯৭৬) বাংলা কাব্যে কাহিনি এবং এর গীতিময় দান করেন। তার প্রকাশিত প্রথম কাব্য গ্রন্থ রাখালি । কবির বিখ্যাত কবর কবিতাটি রাখালি কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। উত্তর (খ)
বালুচর
রাখালি
নবীন
কোনটিই নয়
37. Option varies man man.
তথ্য: ভিন্ন হওয়া বোঝাতে verb এর পর from বসে।
(a) from, of
between, and
in, to
from, to
38. হনন করার ইচ্ছা এক কথায় কি হবে?
তথ্য: হনন করার ইচ্ছা জিঘাংসা, হনন করতে ইংচ্ছুক জিগাংসু। উত্তর: (ক)
জিঘাংসা
হত্যা
জিগীসা
কোনটিই নয়
39. আঞ্চলিক ভাষার অপর নাম কি?
তথ্য: আঞ্চলিক ভাষার অপর নাম উপ ভাষা। উপ ভাষা প্রমিত ভাষার পাশাপাশি প্রচলিত অঞ্চল বিশেষের জনগোষ্ঠী কর্তৃক ব্যবহৃত আঞ্চলিক ভাষা। পৃথীবির সর্বত্র প্রমিত ভাষায় পাশাপাশি এক বা একাধিক আঞ্চলিক ভাষা বা উপভাষা ব্যবহৃত হয়ে থাকে। প্রমিত ভাষার সঙ্গে উপভাষার ব্যবধান ধ্বনি, রূপমূল, উচ্চারণ ও ব্যাকরণগত কাঠামোর মধ্যে নিহিত থাকে।বাংলাদেশে বিভিন্ন অঞ্চলের ভৌগলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থার অভাব, অর্থনৈতিক বৈষম্য এবং সামাজিক ও ধর্মীয় কারণে বিভিন্ন উপভাষার সৃষ্টি হয়েছে। উত্তর: (খ)
কথ্যভাষা
উপ ভাষা
সাধু ভাষা
চলিত ভাষা