Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
481. 'Subconscious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো-
Hints: Subconscious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ অবচেতন বা যেসব মানসিক ক্রিয়াকলাপ সম্বন্ধে মানুষ (পুরোপুরি) সচেতন থাকে না। চেতনাহীন শব্দটির ইংরেজি Inconscious
অবচেতন
চেতনাহীন
চেতনা
অর্ধচেতন
482. The opposite word of 'violence' is-
Hints: Violence (সহিংসতা)-এর antonym হলো harmony (মিল)। Disconl- রূপড়া,sympathy- সহানুভূতি, conflict- সংঘাত।
discord
harmony
sympathy
conflict
483. The antonym of 'diligent' is
Hints: Diligent (পরিশ্রমী)-এর বিপরীতার্থক শব্দ indolent (অলস)। Cheap-সন্তা, simply-পুরোপুরি, garrulous-বাচাল।
cheap
simply
indolent
garrulous
484. Which of the following is not the synonym of 'friendly?
Hints: Amicable (বন্ধুত্বপূর্ণ), intimate এবং close (ঘনিষ্ঠ) friendly (বন্ধুত্বপূর্ণ)-এর সমার্থক। Hostile (শত্রুভাবাপন্ন বা কৈরী), যা friendly-এর বিপরীতার্থক শব্দ।
amicable
intimate
hostile
close
485. Gravity শব্দটির অর্থ কি?
Hints: Gravity (অভিকর্ষ; গুরুত্বর অবস্থা; গম্ভীর ভাব) শব্দটির অর্থ Seriousness (গুরুত্বর অবস্থা; গাম্ভীর্য)।
Irrelevant
Strange
Seriousness
Regular
486. Find out the correct synonym of 'tenuous'
Hints: Tenuous (ক্ষীণ, সরু, পাতলা)-এর synonym হলো thin। তাছাড়া vatal অর্থ অপরিহার্য,চরম; বিশেষ প্রয়োজনীয়, careful অর্থ মনোযোগী; সাবধানী আর dangerous অর্থ বিপজ্জনক।
vital
thin
careful
dangerous
487. The synonym of 'frustrate' is-
Hints: Frustrate (বার্থ করা)-এর সমার্থক শব্দ thwart (ব্যর্থ করা)। Improve-উন্নতি সাধন করা, remote-দূর করা, eradicate সমূলে উৎপাটন করা।
improve
thwart
remove
eradicate
488. What is the synonym of 'look'?
Hints: Look (দৃষ্টি)-এর সমার্থক শব্দ glimpse (ক্ষণিক দৃষ্টি)। Gaze-স্থির দৃষ্টি, glean- ফসল কুড়ানো, gloss- শব্দের টীকা।
gaze
glean
glass
glimpse
489. The synonym of the word 'glamorous' is
Hints: Glamorous (জাদুময়; মোহিনী; রূপময়) শব্দের synonym হলো attractine যার অর্থ মনোহর, প্রীতিকর, চিত্তহারী। অন্যদিকে cheerful অর্থ প্রযুন্ম, galant অর্থ সাহসিক, দুঃসাহসিক।
gallant
cheerful
gluttoning
attractive
490. What is the antonym of 'anarchy'?
Hints: Anarchy (নৈরাজ্য; অরাজকতা; বিশৃঙ্খলা)- এর বিপরীত শব্দ Peace (শান্ত অবস্থা)। Option-এর বাকি তিনটি শব্দের অর্থ anarchy-এর সমার্থক।
Instability
Unrest
Peace
Lawiessness
491. Find the synonym of the word 'dwindle'.
Hints: Dwindle (হ্রাস পাওয়া)-এর সমার্থক শব্দ drop। Ascend-আরোহণ করা, develop-উন্নতি করা, grow জন্মানো।
develop
ascend
grow
drop
492. What is the antonym of 'malignant?
Hints: Malignant (অপকারী; ক্ষতিকর) শব্দের বিপরীত শব্দ হলো Benign (সদয়; বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ নয় এমন)। আর option-এর বাকি তিনটি শব্দ malignant-এর সমার্থক।
Worse
Harmful
Vindictive
Benign
493. The synonym of 'active' is-
Hints: Active (সত্রিনা বা কর্মপরায়ণ)-এর synonym হলো busy (কর্মব্যস্ত)। Mature পরিপক্ক, passive- নিষ্ক্রিয়, averse- বিমুখ।
passive
mature
busy
averse
494. BROCHURE means-
Hints: Brochure (কোনো স্থান বা কর্মসূচি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ সংবলিত পুস্তিকা) অর্থ Pmphlet
Opening
Pamphlet
Bureau
Censor
495. Which of the following words means nearly the opposite of 'shrewd?
Hints: "Shrerod' অর্থ সুস্থ বিচারবুদ্ধি ও কাণ্ডজ্ঞান সম্পন্ন; বিচক্ষণ; তীক্ষ্ণবুদ্ধি যার বিপরীত শব্দ stupul (জড়বুদ্ধি; নির্বোধ; বোকা)। অন্যদিকে cunning অর্থ ধূর্ত, দক্ষ, রেটিং অর্থ কুশলী আর sagacious অর্থ সুস্থ বিচার বুদ্ধিসম্পন্ন, কাণ্ডজ্ঞানসম্পন্ন।
crafty
stupid
sagacious
cunning
496. The antonym of 'fatal' is
Hints: Fatal (প্রাণনাশক বা মারাত্মক)-এর বিপরীতার্থক শব্দ constructive (গঠনমূলক)। Calamitous বিপন্নময়, deadly- মারাত্মক, disgusting-বিরক্তিকর।
Constructive
Calamitous
Disgusting
Deadly
497. Write the meaning of the word 'waive'.
Hints: Waite (ছেড়ে দেয়া, পরিত্যাগ করা) শব্দের একই অর্থবোধক শব্দ হলো foryo। অন্যদিকে change অর্থ পরিবর্তন করা; uvak অর্থ দুর্বল আর pright বলে dictionary-তে কোনো শব্দ নেই।
change
forgo
weak
pright
498. Which of the following words is not related to crying?
Hints: Cry আর্তনাদ করা, lament- শোক করা, scream- আর্তনাদ করা। Stink দুর্গন্ধ ছড়ানো, যা সে। শব্দের সাথে অসংগতিপূর্ণ।
screaming
lamenting
weeping
stinking
499. The antonym of the word 'liberty' is-
Hints: 'Liberty' শব্দের অর্থ স্বাধীনতা, বন্দিদশা, দাসত্ব, বৈদেশিক শাসন বা নিপীড়ন থেকে মুক্তি; এর বিপরীত শব্দ bondage, যার অর্থ বন্দিদশা, দাসত্বে আবদ্ধ। অন্যদিকে liberal এবং independent শব্দের অর্থ স্বাধীন আর frondom শব্দের অর্থ স্বাধীনতা।
liberal
independent
bondage
freedom
500. What is the antonym of 'famous'?
Hints: Famous (বিখ্যাত, সুবিদিত, চমৎকার)-এর বিপরীত শব্দ হলো obscure যার অর্থ সুপরিচিত নয় এমন; অখ্যাত। অন্যদিকে extra ordinary অর্থ চমৎকার, frugal অর্থ মিতব্যয়ী আর careful অর্থ মনোযোগী সাবধানী।
obscure
extra ordinary
frugal
careful