Hints: Pragmatic সেই ব্যক্তি যে বাস্তববাদী বা practical অন্যান্য option গুলোর মধ্যে nastfal অপব্যয়ী, Productive- উৎপাদনশীল, Spend thrift- কৃষ্ণসাধন করে চলা।
Hints: Extempore অর্থ পূর্বচিন্তা বা পূর্বপ্রস্তুতি ছাড়া। যার synonym বা সমার্থক শব্দ হচ্ছে Impromtu। উল্লেখ্য, planned পরিকল্পিত; Improvise প্রয়োজনের সময়ে হাতের কাছে যা পাওয়া যায় তাই দিয়ে কিছু করা; Imunedante তাৎক্ষণিক।
Hints: প্রদত্ত বাক্যে 'sluggish' শব্দের অর্থ অলস। চারটি options-এর মধ্যে animated এর অর্থ জীবন্ত বা প্রাণবস্ত; dull অর্থ একঘেয়ে বা নীরস; heavy অর্থ ভারী এবং slow অর্থ স্থির। সুতরাং 'sluggish' শব্দের opposite word 'animated"।
424. Pick the word that is synonymous with 'authoritarian'.
Hints: Autocratic অর্থ স্বৈরশাসক, senior অর্থ বয়োজ্যেষ্ঠ, elderly অর্থ প্রবীণ এবং potential অর্থ সম্ভাবনাময়ী। Authoritarian শব্দের অর্থ কর্তৃত্ববাদী বা কর্তৃত্বপরায়ণ, যা mutocratic শব্দের অনুরূপ হয়।
Hints: Entinent-বিখ্যাত। অপশনগুলোর মধ্যে, famous বিখ্যাত, sad দুঃখিত, happy-সুখী, unknonon-অপরিচিত। সুতরাং অর্থের দিক থেকে eminent ও unknoton শব্দদ্বয় বিপরীতার্থক।
Hints: Abandon- পরিত্যাগ করা। এর বিপরীত শব্দ হলো Retain-রাখা, Abdicate-ছেড়ে দেয়া, Detain- আটকে রাখা এবং Couture - ফ্যাশনসম্মত পোশাক- পরিচ্ছদের নকশা তৈরি ও প্রস্তুতকরণ। সুতরাং Aburdon' শব্দের antonym হলো Retain)
428. What is the synonym of the word 'homogeneous'?
Hints: Homogeneous শব্দের অর্থ একই রকম বা একই শ্রেণির। সেক্ষেত্রে সঠিক উত্তর Similar। অন্য তিনটি options-এর মধ্যে Heterogeneous অর্থ বিষমজাতীয়, scrambled অর্থ বেয়ে ওঠা, Mote অর্থ ধূলিকণা।
Hints: Reduced অর্থ হ্রাস করেছিল, rubbish অর্থ আবর্জনা; recycle অর্থ পুনর্ব্যবহারের জন্য প্রক্রিয়াজাত করা, destroy অর্থ ধ্বংস করা; conserve অর্থ আলাপ করা/বিপরীত দিক, consume অর্থ ভোগ করা। অন্যদিকে waste ও trash দুটি শব্দের অর্থই আবর্জনা।
Hints: Repress- দমিয়ে রাখা/চেপে রাখা। Control দমন করা/নিয়ন্ত্রণ করা; Representiv)- প্রতিনিধিত্ব করা; Republish পুনর্মুদ্রণ এবং Repute সকলের বিবেচনায় অথবা ধারণায় কোনো কিছু হওয়া।
Hints: 'Obsolete' শব্দের অর্থ সেকেলে। প্রদত্ত চারটি options-এর মধ্যে venerable, out of date এবং antiquated-এর অর্থও সেকেলে। শুধু modern শব্দটির অর্থ আধুনিক।তাই 'obsolete' শব্দের antonym হলো modern।
433. Identify the correct antonym for the word "peace':
Hints: উপরোক্ত শব্দ 'peace' এর সঠিক antonym হচ্ছে violenor বা সহিংসতা। অন্য তিনটি option-এ happiness অর্থ সুখ, contenment অর্থ তৃপ্তি এবং satisfaction অর্থ সন্তুষ্টি।
436. What is the antonym of the word 'Compulsory'?
Hints: Compulsory-অর্থ বাধ্যতামূলক। Mandatory এবং obligatory শব্দ দুটি Compulsory- এর synonym / Complimentary- প্রশংসা বা শ্রদ্ধাজ্ঞাপক। Voluntary- স্বেচ্ছাপ্রণোদিত/স্বতঃপ্রবৃত্ত যা প্রদত্ত শব্দটির antonym।
Hints: 'Encoy' শব্দের সমার্থক শব্দ হচ্ছে Ambassador রাষ্ট্রদূত। অন্য তিনটি শব্দের মধ্যে politician- রাজনীতিবিদ, Executive- নির্বাহী এবং Artist অর্থ চিত্রশিল্পী।
Hints: 'Succumb' শব্দের অর্থ নতি ্বীকার করা। Submit শব্দের অর্থ নতি বা বশ্যতা স্বীকার করা। অন্য তিনটি শব্দ achieve অর্থ অর্জন করাwin অর্থ জয়লাভ করা এবং conquer অর্থ জয়লাভ করা। সুতরাং Submit-ই হলো সঠিক উত্তর।
Hints: Benign সময়/নম/শান্ত/অনুকূল ইত্যাদি। অন্যদিকে legmning--শুরু, Peaceful-শান্তিপূর্ণ এবং lineal অর্থ 'পবিত্র বা মহিমান্বিত, Malignant-ক্ষতিকর বা অপকারী।
Hints: প্রদত্ত চারটি options এর মধ্যে accept, reject; short, long: Correct wrong- এ তিন option-এর মধ্যকার দুটি শব্দ বিপরীত শব্দ। তবে happy, pleased-শব্দ দুটি সমার্থক।