Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
401. The word 'slump' is the antonym of-
Hints: Slump শব্দের অর্থ বাণিজ্যিক কাজকর্ম ইত্যাদির সামগ্রিক মন্দাভাব বা ব্যবসা সংক্রান্ত মন্দা যার বিপরীত শব্দ growth (ক্রমবৃদ্ধি, বিকাশ, উন্নতি)। Option-এর বাকি তিনটি শব্দ recession, depression এবং decline যাদের অর্থ যথাক্রমে ব্যবসা ও শিল্পোৎপাদনে শ্লথগতি, মন্দা অবস্থা এবং পড়তি যা প্রদত্ত শব্দটির সমার্থক।
growth
roession
depression
decline
402. Choose the opposite words VOLUNTARY:
Hints: Voluntary (স্বেচ্ছাপ্রণোদিত, স্বেচ্ছাপ্রবৃত্ত)-এর বিপরীত শব্দ compulsory (বাধ্যতামূলক)।
Ordered
Alternative
Essential
Compulsory
403. Choose the opposite words Relentless:
Hints: Relentless (নির্মম; নির্দয় অবিশ্রান্ত)-এর বিপরীত শব্দ হলো yielding (একরোখা নয় এমন)
Kind
Yielding
Gentle
Sensitive
404. 'Cartel' is synonymous with-
Hints: Cartel (উৎপাদন, বিপণন, মূল্য ইত্যাদি নিয়ন্ত্রণ করতে ব্যবসায়ী, উৎপাদনকারী প্রভৃতির জোট)-এর সমার্থক শব্দ conglomerate (বহুসংখ্যক বাণিজ্য প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত বৃহৎ কর্পোরেশন)। অন্যদিকে conspiracy অর্থ ষড়যন্ত্র, merger অর্থ অন্য কিছুতে অন্তর্ভুক্ত আর association অর্থ সমিতি; সংসদ।
Conspiracy
merger
association
conglomerate
405. The word 'mandatory' means-
Hints: Mandatory' শব্দের অর্থ 'বাধ্যতামূলক'। প্রদত্ত চারটি options-এর মধ্যে preference অর্থ পক্ষপাত, optional অর্থ ঐচ্ছিক, choiceable এর অর্থ অনুমেয় এবং cbligatory অর্থ বাধ্যতামূলক। সুতরাং Mandatory' শব্দের অর্থ obligatory
preference
optional
choiceable
obligatory
406. Choose the opposite words Assent:
Hints: Assent অর্থ সম্মতি; সংসদে গৃহীত কোনো বিলের প্রতি রাষ্ট্রপতির অনুমোদন; প্রতিগ্রহ। আর dissent অর্থ ভিন্নমতের প্রকাশ; মতদ্বৈধ। অন্যদিকে separation অর্থ বিচ্ছেদ, self-interest অর্থ ব্যক্তি স্বার্থ আর confusion অর্থ দ্বিধা।
Confusion
Separation
Self-interest
Dissent
407. The word 'manifestation' means
Hints: Manifestation, শব্দের অর্থ প্রদর্শন, Preantation অর্থ প্রদর্শন/ উপস্থাপনright অর্থ অধিকার, change অর্থ পরিবর্তন এবং sign অর্থ প্রতীকী চিহ্ন বা বস্তু। সুতরাং Manifestation অর্থ presentation।
Presentation
Right
Change
sign
408. He is extremely INTELLIGENT but proud.
Hints: Intelligent (বুদ্ধিমান; মেধাবী; বিচক্ষণ)-এর বিপরীত শব্দ dull (স্থলবুদ্ধি; নির্বোধ)। তাছাড়া arrogant অর্থ উদ্ধত, weak অর্থ দুর্বল
arrogant
weak
dull
ignorant
409. What is the antonym of the word 'ignorance?
Hints: প্রদত্ত চারটি option-এর মধ্যে Wisdom অর্থ বিজ্ঞতা/পাণ্ডিত্য, Wie অর্থ জ্ঞানী, Light অর্থ আলো এবং Knowledge অর্থ জ্ঞান। কিন্তু এখানে সঠিক উত্তর Wiadom
Light
Knowledge
Wisdom
Wise
410. The word 'amortization' is the antonym of ---
Hints: Amortization অর্থ দীর্ঘদিন ধরে নিয়মিত অর্থ প্রদানের মাধ্যমে ঋণ পরিশোধকরণ। আর বিপরীত শব্দ হলো full payback at a time (এককালীন পূর্ণ পরিশোধকরণ)।
full payback at a time
payback in installments
write-off
amicable settlement
411. The word 'pesticide' means-
Insecticide
raticide
matricide
fracticcide
412. Choose the opposite words AFFLUENCE:
Hints: Affluence (প্রাচুর্য)-এর বিপরীত শব্দ poverty (দারিদ্র্য)। তাছাড়া continuance অর্থ স্থায়িত্বকাল, diffidence অর্থ আত্মপ্রত্যয়হীন, অবিশ্বাস আর Insurance অর্থ বিমা।
Poverty
Continuance
Diffidence
Insurance
413. Choose the opposite words ORNERY:
Hints: Ornery অর্থ বশে আনা কঠিন এমন বা রগচটা আর easy অর্থ যন্ত্রণা, ঝঞ্ঝাট বা উদ্বেগ থেকে মুক্ত; শান্তিপূর্ণ। সুতরাং শব্দ দুটি বিপরীত অর্থবোধক।
Straight-Forward
Easy
Complex
Plain
414. Choose the opposite words ACUTE:
Hints: Acute (তীক্ষ্ণ; কিপ্র; সৃক্ষ)-এর বিপরীত dull (স্কুল বুদ্ধি; নিবেধি)। তাছাড়া sharp অর্থ তীক্ষ্ণ, critical অর্থ জটিল আর sensitite অর্থ সংবেদনশীল, সুবেদী।
Sharp
Critical
Dull
Sensitive
415. Choose the opposite words :Virtue
Hints: Virtue (গুণ; সদগুণ) এর বিপরীত শব্দ waz যার অর্থ পাপ: দোষ: খুঁত; অনাচার। তাছাড়া option-এর বাকি তিনটি শব্দের অর্থ যথাক্রমে untrue অর্থ অসত্য, dejent অর্থ ত্রুটি আর fool অর্থ বোকা।
Fool
Untrue
Defeat
Vice
416. The word 'Colossal' is synonymous with-
Hints: Colossal এবং marmous শব্দ দুটির অর্থ একই। এ শব্দ দুটির অর্থ বিশাল বা বৃহদাকার। অন্যদিকে overwhelming অর্থ নিমজ্জিত করে এমন, extraordinary অর্থ অসাধারণ আর twotulerful অর্থ চমৎকার।
Enormous
Overwhelming
extraordinary
wonderful
417. What type of man is quite the opposite type of 'Supercilious?
Hints: Supercilious-অবজ্ঞামিশ্রিত, ঔদাসীন্য। এ শব্দটির opposite বা বিপরীত শব্দ Affable- অমায়িক, শিষ্টাচারী ও বন্ধুভাবাপন্ন। উল্লেখ্য, Haughty-অহংকারী; Disdainful-ঘৃণ্য এবং Wicked-মন্দ/অসৎ/পাজি।
Affable
Haughty
Disdainful
Wicked
418. The antonym of the word 'unique' is
Hints: Unique অনুপম/অসাধারণ/অতুলনীয় এবং এ শব্দটির বিপরীত বা antonym হচ্ছে- Common সাধারণ (Popular জনপ্রিয়; distinctive স্বত; deciduous প্রতি বছর পাতা ঝরে যায় এমন/ পর্ণমোচী।
popular
common
distinctive
deciduous
419. The word 'obtrusive' is synonymous with the word --
Hints: Obtrusive এবং conspicuous অর্থ সহজে দেখা যায় এমন; দর্শনীয়। তাছাড়া unlikely অর্থ অসম্ভাব্য, unimpressive অর্থ আকর্ষণীয় নয় এমন আর unforeseen অর্থ অপ্রত্যাশিত।
conspicuous
unlikely
unimpressive
unforeseen
420. The synonym of the word 'huge is
Hints: Huge-বিশাল; Sanctified-পবিত্র; tiny- ছোট; colossal বিশাল; momentary ক্ষণস্থায়ী।
sanctified
tiny
colossal
momentary