Hints: Evasive আর Explicit শব্দ দুটি পরস্পর বিপরীত কারণ mate অর্থ এড়িয়ে চলতে সচেষ্ট; ছলনাময়: ক্ষতিকর; সৎ নয় এমন আর explicit অর্থ পরিষ্কার ও পরিপূর্ণভাবে প্রকাশিত; সুনির্দিষ্ট।
Hints: Zealous (উদ্দীপনাময়, আগ্রহোদ্দীপক)-এর সমার্থক শব্দ হলো ardent (অতিশয় Freedom আকুল বা উৎসাহী)। তাছাড়া (calous অর্থ ঈর্ষাকাতর, আর Impatient অর্থ- ধৈর্য নেই এমন।
383. When the leadership changed, his position in the organization became precarious ---
Hints: 'Precarious' অর্থ অনিশ্চিত যার একই অর্থবোধক শব্দ uncertain। প্রদত্ত বাক্যটির অর্থ- যখন নেতৃত্ব পরিবর্তন হলো তখন প্রতিষ্ঠানে তার অবস্থান অনিশ্চিত হয়ে পড়ল।
Hints: "Explicit' (পরিষ্কারভাবে ও পরিপূর্ণভাবে প্রকাশিত: সুনির্দিষ্ট) এর একই অর্থবোধক শব্দ হলো detailed (বিশদ, সবিশেষ)। অন্যদিকে definable অর্থ নির্বাপণীয়, resolvable অর্থ নিরসনযোগ্য আর demonstrative অর্থ অভিব্যক্তিশীল।
Hints: Barbarian (অসভ্য, অসংস্কৃত)-এর সমার্থক শব্দ হলো Lincitalized (অমার্জিত; অসভ্য)। তাছাড়া Unkind অর্থ নির্দয়; Unlikeness অর্থ অসাদৃশ্য আর impolite অর্থ অবিবেচক, অনীতিজ্ঞ।
Hints: Transform (রূপান্তরিত করা)-এর সমার্থক শব্দ change। অন্যদিকে transfer অর্থ বদলি করা; স্থানান্তর করা, continue অর্থ চালিয়ে যাওয়া এবং transact অর্থ পরিচালনা করা; লেনদেন করা।
Hints: Opulent (ধনী; বিত্তবান, প্রবলভাবে বৃদ্ধিশীল)-এর সমার্থক শব্দ rich। এছাড়া hard- working অর্থ কঠোর পরিশ্রমী, obscure অর্থ অন্ধকারময়; গুপ্ত আর comfortable অর্থ আরামদায়ক।
Hints: Unbearable (অসহ্য, অসহনীয়)-এর সমার্থক শব্দ unpleasant (অপ্রীতিকর)। Tolerable অর্থ সহনীয়, acceptable অর্থ-গ্রহণযোগ্য আর under feate অর্থ-অপরাজিত।
Hints: Perpetual (দীর্ঘস্থায়ী)-এর সমার্থক শব্দ হলো never ending (যা কখনো শেষ হয় না)। অন্যদিকে perfect অর্থ- নিখুঁত, confused অর্থ বিভ্রান্ত আর seasonal অর্থ ঋতু-ভিত্তিক।
Hints: Spectacle' (বিশেষত চমৎকার, উল্লেখযোগ্য বা লক্ষণীয় কোনো দৃশ্য)-এর অর্থ প্রকাশ পায় sight (দর্শনীয় বস্তু) দ্বারা। অন্যদিকে impression অর্থ মনোগত বা অনুভূতিগত প্রতিক্রিয়া, view অর্থ দৃষ্টিপাত আর Scenery অর্থ দৃশ্য।
[Note: প্রদত্ত Conceal শব্দের অর্থ লুকিয়ে রাখা কিন্তু Option-এ প্রদত্ত শব্দগুলো Conceal-এর বিপরীত অর্থ প্রকাশ করে। Option-এর Reveal, Unfold. Open- Discover শব্দের অর্থ- উন্মুক্ত করা, প্রকাশ করা।।
Hints: Ambition (তীব্র আকাঙ্ক্ষা; উচ্চাকাকঙ্কা)-এর সমার্থক শব্দ হলো Desire (ইচ্ছা; অভিপ্রায়)। অন্যদিকে Plan অর্থ- পরিকল্পনা, Proclamation অর্থ- ঘোষণা আর Decasion অর্থ- সিদ্ধান্ত।
Hints: 'Aberration' (বিপথগমন; বিপথগামিতা)-এর সমার্থক শব্দ deviation। অন্যদিকে deviate অর্থ পথভ্রষ্ট হওয়া, drive অর্থ চালোনা করা আর direction অর্থ গতিপথ।
Hints: Hostility (বৈরিতা, শত্রুতা, বিপক্ষতা) এর বিপরীত শব্দ friendship (বন্ধুত্ব, মৈত্রী)। তাছাড়া partnership ডঃ দৈারিত্ব, enmity অর্থ শত্রুতা আর relationship অর্থ আত্মীয়তা; অন্তরঙ্গতা।
Hints: 'Insurgent' এবং rebellious' অর্থ বিদ্রোহী; অভ্যুত্থানকারী। সুতরাং শব্দ দুটি সমার্থক। Loyal-অনুগত ও বিশ্বাসী, sincere- আন্তরিক ও confident- আত্মবিশ্বাসী।