Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
341. What is the antonym of the word QUELL----
Hints: Quell শব্দের অর্থ (বিদ্রোহ, বিরোধিতা) দমন করা-এর বিপরীত শব্দ foment, যার অর্থ (বিশৃঙ্খলা, অসন্তোষ, বিদ্বেষ) উদ্দীপিত করা; ইন্ধন জোগানো। আর ditert শব্দের অর্থ গতিপথ পাল্টে দেয়া, confirm শব্দের অর্থ দৃঢ়ভাবে প্রতিপন্ন করা, আর conixke শব্দের অর্থ সভা আহবান করা।
foment
divert
confirm
convoke
342. What is the antonym of the word INFLATE---
Hints: Inflate শব্দের অর্থ ফোলানো; স্ফীত করা। এর বিপরীত শব্দ minimize, যার অর্থ ন্যূনতম পরিমাণ বা মাত্রায় পর্যবসিত করা। অন্যদিকে converge অর্থ একই বিন্দু অভিমুখী হওয়া; circulate অর্থ ছড়িয়ে দেয়া এবং separate অর্থ পৃথক করা; আলাদা করা।
converge
circulate
minimize
separate
343. The word 'float' is the antonym of
Hints: Float শব্দটির অর্থ চালু করা; ছড়ানো, যার বিপরীত শব্দ হলো reject (ফেলে দেওয়া; বাতিল করা)। অন্যদিকে promote অর্থ সংগঠিত ও চালু করতে সাহায্য করা, propose অর্থ প্রস্তাব করা। আর গণি অর্থও প্রস্তাব করা।
Promote
propose
offer
reject
344. Select the pair in the following options which is set in opposition:
Hints: Option-এ প্রদত্ত জোড়াগুলোর মধ্যে বিপরীত অর্থযুক্ত জোড়া হলো Divine- Infernal, যেখানে divine অর্থ ঐশ্বরিক, দেবসুলভ এবং infernal অর্থ নারকীয়, পৈশাচিক। অন্যান্য জোড়াশব্দগুলো পরস্পর সমার্থক।
Doggish -Canine
Divine- Infernal
Manly-Virile
Earthly-Terrestrial
345. (Assertive) people are generally more decisive.
Hints: Assertive (দৃঢ়প্রত্যয়ী, দৃ্যপ্রত্যয়সূচক) শব্দটিকে প্রতিস্থাপিত করা যায় confident শব্দটি দ্বারা যার অর্থ আত্মবিশ্বাসী; আস্থাশীল। অন্যদিকে docile অর্থ সহজে বশ মানে এমন, articulate অর্থ ভাবনা ও অনুভূতিকে স্পষ্টভাবে রূপদানে সক্ষম আর complaint অর্থ নালিশ; অভিযোগ, অসুস্থতা।
Docile
Articulate
Confident
Compliant
346. What is the antonym of the word REBUFF--
Hints: Rebuff অর্থ রূঢ়ভাবে প্রত্যাখ্যান করা আর welcome অর্থ সাদরে গ্রহণ করা। সুতরাং শব্দ দুটি পরস্পর বিপরীত শব্দ। অন্যদিকে tease অর্থ ঠাট্টা করা; বিরক্ত করা, defy অর্থ প্রকাশ্যে বিরোধিতা করা আর meille অর্থ হস্তক্ষেপ করা; অনধিকারচর্চা করা।
tease
dely
meddle
welcome
347. What is the antonym of the word REFULGENT---
Hints: Refulgent (জাজ্বল্যমান)-এর বিপরীত শব্দ lackluster যার অর্থ নিষ্প্রভ, দ্যুতিহীন।
lackluster
plodding
stiff
distant
348. His letter (fuelled) my doubts.
Hints: Fuell অর্থ বাড়িয়ে দেওয়া; ইন্ধন জোগানো, যার একই অর্থবোধক শব্দ হলো increase (বৃদ্ধি করা)। অন্যদিকে cnd অর্থ সমাপ্ত করা, cause অর্থ কোনো কিছুর কারণ হওয়া; ঘটানো আর reaffirm অর্থ পুনরায় নিশ্চিত করা, পুনর্ব্যক্ত করা।
increased
Caused
Reaffirmed
Ended
349. What is the antonym of the word SUPPLICATE---
Hints: Supplicate (অনুনয় বিনয়/কাকুতি মিনতি করা)-এর বিপরীত শব্দ epade, যার অর্থ কৌশলে এড়ানো, কৌশলে পরিহার করা। অন্যদিকে misrepresent অর্থ ভুল ব্যাখ্যা দেয়া, demand অর্থ দাবি করা আর discourage অর্থ নিরুৎসাহিত করা।
misrepresent
demand
evade
discourage
350. What is the antonym of the word LACONIC--
Hints: Laconic (অল্পকথায় প্রকাশিত)-এর বিপরীত শব্দ terinin (বাগাড়ম্বরপূর্ণ, শব্দাড়ম্বরপূর্ণ)। অন্যদিকে stylized অর্থ একটি বিশেষ রীতির অনুবর্তী, শৈলীকৃত; unedited অর্থ অসম্পাদিত আর insincere অর্থ আন্তরিকতাহীন।
stylized
unedited
verbose
Insincere
351. The presentation by Dr. Toha was very (illuminating).
Hints: Illuminating অর্থ আলোকিত; উদ্ভাসিত আর শব্দটিকে প্রতিস্থাপিত করা যায়enlightening শব্দ দ্বারা যার অর্থ জ্ঞানগর্ভ, উল্লসিত।
enlightening
bright
disheartening
boring
353. What is the antonym of the word 'Rigid?
Hints: Rigal (অনমনীয়, বাঁকানো যাবে না এমন)-এর বিপরীত অর্থবোধক শব্দ হলো ficxগ্রীডং (নমনীয়, নমা)। অন্যদিকে hard অর্থ কঠোর, fuperiority অর্থ হীনমন্যতাবোধ আর short অর্থ ঘাটো, খর্ব।
Flexible
Hard
Inferiority
Short
354. The 19th century was the (hey-day) of the Renaissance in Bengal.
Hints: Hey-day অর্থ চূড়ান্ত শক্তি বা সমৃদ্ধির সময়, সোনালি সময়, স্বর্ণযুগ। অন্যদিকে time of uprise অর্থ উত্থানের সময়।
days of decline
peak-point
period of stagnation
time of up-rise
355. The closest meaning of the word 'bizarre' in the sentence. The model's clothes were so bizarre that they created quite a sensation' is----
Hints: Bizarre (অদ্ভুত, বিচিত্র, উদ্ভট)-এর নিকটবর্তী সমার্থক শব্দ হলো juculiar (বিচিত্র বা স্বতন্ত্র, বৈশিষ্ট্যপূর্ণ)।
Beautiful
Ugly
Dull
peculiar
356. What is the antonym of the word INDIGENOUS----
Hints: Indigenous (সহজাত; স্বদেশজাত) শব্দটির বিপরীত শব্দ হলো (অর্জিত)। অন্যদিকে unworthy শব্দের অর্থ অযোগ্য, terminal শব্দের অর্থ প্রান্তিক, আর raluridant শব্দের অর্থ প্রয়োজনাতিরিক্ত; বাড়তি।
unworthy
acquired
terminal
redundant
357. Salt has been used for centuries as a method of preserving foods.
Hints: Underline কৃত word preserving শব্দটির অর্থ সংরক্ষণ করা; ক্ষতির হাত থেকে বাঁচানো। শব্দটিকে amserting (সংরক্ষণ করা, ধাংস বা ভয় থেকে রক্ষা করা) জরা place করা যায়।
displaying
conserving
seasoning
cooking
358. Find out the odd word:
Hints: Shrady (অটল, অনড়) শব্দটি গেionm-এর বাকি তিনটি থেকে আলাদা কারণ temporary, short-lived এবং transitory শব্দ তিনটির অর্থ স্বল্পকাল স্থায়ী।
Temporary
Short-lived
Transitory
Steady
359. The supply of food and beverage for the program was (abundant).
Hints: Abundent (প্রচুর; অঢেল) শব্দটিকে plentiful (প্রচুর) শব্দটি দ্বারা replace করা যায়। তাছাড়া inadequate অর্থ অপর্যাপ্ত, substandard অর্থ নিম্নমানের আর excellent অর্থ চমৎকার।
inadequate
substandard
excellent
plentiful
360. What is the antonym of the word PROLOGUE---
Hints: Prologue (কাব্যের প্রস্তাবনামূলক অংশ; নাটকের শুরুতে পঠিত কবিতা)-এর বিপরীত শব্দ epilogue (সাহিত্যকর্মের সমাপ্তি অংশ; নাটক শেষে দর্শকের উদ্দেশ্যে অভিনেতার বিশেষ সংলাপ)। অন্যদিকে trilogy শব্দের অর্থ একের পর এক মঞ্চস্থ বা পাঠ করার জন্য লিখিত তিনটি নাটক; analogue শব্দের অর্থ অবিচ্ছিন্ন মান নিয়ে গঠিত সিস্টেম আর dialogue শব্দের অর্থ সংলাপ; কথোপকথন।
analogue
dialogue
epilogue
trilogy