Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

Synonym and Antonyms MCQ
541. Which one is a synonym of 'tranquil'?
Hints: Tranquil এবং calm পরস্পর সমার্থক শব্দ, কারণ শব্দ দুটির অর্থ- প্রশান্ত। Sagacious অর্থ- বিজ্ঞ, hostile অর্থ-বৈরী আর angry অর্থ- রাগান্বিত।
sagacious
hostile
calm
angry
542. The word 'humiliation' means-
Hints: Humiliation এবং disgrace অর্থ- অবমাননা। Humane অর্থ- সহৃদয়, modestyঅর্থ- ভদ্রতা আর humble অর্থ- বিনয়ী।
humane
modesty
humble
disgrace
543. Which word means the same as CORDIAL?
Hints: Cordial (আন্তরিক, উষ্ণ, সহৃদয়) এর সমার্থক শব্দ হলো friendly (সহৃদয়, বন্ধুত্বপূর্ণ)।Smoth অর্থ মসৃণ, Sophisticated অর্থ উন্নত এবং জটিল, reserved অর্থ সংরক্ষিত।
Smooth
Friendly
Sophisticated
Reserved
544. A synonym for 'frugal' is -
Hints: Frugal (মিতব্যয়ী, হিসাবি)-এর সমার্থক শব্দ economical (হিসাবি)। Profligate অর্থ বাসনাসক্ত, sleal অর্থ আদর্শ আর careful অর্থ যত্মশীল।
economical
profligate
ideal
careful
545. Find out the odd word from the options:
Hints: Odd শব্দটি হলো Exacerisate যার অর্থ উত্তেজিত করা; আরও খারাপের দিকে নিয়ে যাওয়া যা option-এর বাকি শব্দগুলোর বিপরীত শব্দ। বাকি শব্দগুলোর অর্থ শান্ত করা বা প্রশমিত করা।
Mollify
Ameliorate
Exacerbate
Appease
Placate
546. Find out the odd word from the options:
Hints: Hasten, Accelarate, Rush এবং Expedite শব্দগুলো সমার্থক যাদের অর্থ দ্রুততর করা, তড়িঘড়ি করা। আলাদ্য শব্দটি unpede যার অর্থ বাধা প্রদান করা।
Hasten
Impede
Accelerate
Rush
Expedite
547. The synonym of the word 'lunatic' is
Hints: Lu-na-tic (লুনাটিক) শব্দটির বাংলা অর্থ পাগলাটে, মানসিক রোগী। Lunatic শব্দটির সমার্থক শব্দ mad। তাছাড়া lazy অর্থ অলস, hypnotized অর্থ সম্মোহিত। আর wise অর্থ জ্ঞানী।
hypnotized
wise
lazy
mad
548. Find out the odd word from the options:
Hints: Choir (বিশেষত গির্জায় ঐকতানবদ্ধ ধর্মসঙ্গীত নেতৃত্বদানকারী গায়কবৃন্দ) শব্দটি অন্যান্য word থেকে আলাদা কারণ অন্যগুলো কোনো সমস্যা এবং সমস্যা সমাধানে গঠিত দল।
Choir
Panel
Task Force
Jury
Committee
549. The word' Momentous' means
Hints: Momentous (অতি গুরুত্ববহ; গুরুতর) এর সমার্থক শব্দ important গুরুত্বপূর্ণ। Momentary ক্ষণস্থায়ী, popular- জনপ্রিয়, modest বিনয়ী, নিরহংকার।
momentary
popular
important
modest
550. Find out the odd word from the options:
Hints: Mediocore অর্থ খুব ভালো নয়, মাঝারি মানের; accraze অর্থ গড়পড়তা ধরনের, undistinguished অর্থ অখ্যাত, সাধারণ; exemplary অর্থ আদর্শস্বরূপ আর ordinary অর্থ সাধারণ। সুতরাং আলাদা অর্থাৎ ভিন্ন শব্দটি হলো Exemplary
Mediocore
Ordinary
Average
Undistinguished
Exemplary
551. The antonym of the word 'prodigal' is-
Hints: Prodigal (অতিব্যায়ী, অপব্যয়ী)-এর বিপরীত শব্দ Thrifty (মিতব্যয়ী)। Strange অর্থ অদ্ভুত, Amity অর্থ বন্ধুতা, Peculiar অর্থ অপ্রচলিত; স্বতন্ত্র।
Strange
Amity
Peculiar
Thrifty
552. Find out the odd word from the options:
Hints: Prication, Penury, Pauperism, Impecunicus শব্দগুলো সমার্থক, যাদের অর্থ কোনো
Privation
Impecunious
Penury
Pauperism
Opulence
553. The boy is dreadfully thin. The word 'dreadfully' in this sentence means:
Hints: The boy is dreadfully (ভীষণভাবে) thin। প্রদত্ত বাক্যটির dreadfully শব্দটির অর্থ প্রকাশ পায় extremely (চরমভাবে, একবারে) দ্বারা।
Dangerously
alarmingly
extremely
disgustingly
554. Which of the following words means the opposite of 'obscure'?
Hints: Obscure (অন্ধকারময়, অস্পষ্ট)-এর বিপরীত শব্দ lucid (স্পষ্ট, সহজবোধ্য)। Dubious অর্থ সন্দেহপূর্ণ, vague অর্থ অস্পষ্ট আর indistinct অর্থ আবছা।
lucid
indistinct
dubious
vague
555. Find out the odd word from the options:
Hints: আলাদা শব্দটি হলো jubilation যার অর্থ বিজয়ানন্দ। অন্যদিকে petulance অর্থ কার্যালয়ের জুনিয়র যুক্তিহীনভাবে অস্থির বা বিরক্তিকর, fury অর্থ প্রচণ্ড উত্তেজনা, discontent অর্থ অসন্তোষ বা অতৃপ্তি এবং glum অর্থ মনমরা, বিষণ্ণ।
Jubilation
Petulance
Glum
Fury
Discontent
556. Which word means the same as ABSOLUTE
Hints: Absolute(সম্পূর্ণ, পরোৎকৃষ্ট,পরিপূর্ণ)-এর সমার্থক শব্দ complete। তাছাড়া devision অর্থ বিভাগ, small অর্থ ছোট, খাটো, half অর্থ অর্ধেক।
Complete
Division
Small
Half
557. What is the antonym of 'shabby'?
Hints: Shabby (জীর্ণ, ছেঁড়াখোঁড়া)-এর বিপরীত শব্দ হলো new (নতুন)। Honesty অর্থ- সততা, sober অর্থ- আত্মনিয়ন্ত্রিত, আর hostile অর্থ-বৈরী।
honesty
sober
new
hostile
558. The word 'liberal' implies-
Hints: Liberal (বদান্য, উদার, মুক্তহস্ত, উদারমনা) শব্দটির অর্থ প্রকাশ পায় permissive (অনুমতিদায়ক) দ্বারা। অন্যদিকে independent অর্থ স্বাধীন
Independent
permissive
unrestrained
submissive
559. Find out the odd word from the options:
Hints: Option-গুলোতে odd word হলো chide (নিন্দা করা, তিরস্কার করা)। অন্যান্য ( word commend, eulogize, laud অর্থ প্রশংসা করা, যেগুলো chile-এর বিপরীত শব্দ।
Commend
Chide
Laud
Eulogize
Extol
560. Find out the odd word from the options:
Hints: Abscond, flee, escape, disappear শব্দগুলোর অর্থ অদৃশ্য হওয়া, দৃষ্টি বাইরে চলে যাওয়া, পলায়ন করা। আর yield অর্থ বশ্যতা স্বীকার করা। সুতরাং odd uord (আলাদা শব্দ) টি হলো yield।
Abscond
Yield
Disappear
Flee