Hints: Cordial (আন্তরিক, উষ্ণ, সহৃদয়) এর সমার্থক শব্দ হলো friendly (সহৃদয়, বন্ধুত্বপূর্ণ)।Smoth অর্থ মসৃণ, Sophisticated অর্থ উন্নত এবং জটিল, reserved অর্থ সংরক্ষিত।
Hints: Odd শব্দটি হলো Exacerisate যার অর্থ উত্তেজিত করা; আরও খারাপের দিকে নিয়ে যাওয়া যা option-এর বাকি শব্দগুলোর বিপরীত শব্দ। বাকি শব্দগুলোর অর্থ শান্ত করা বা প্রশমিত করা।
Hints: Lu-na-tic (লুনাটিক) শব্দটির বাংলা অর্থ পাগলাটে, মানসিক রোগী। Lunatic শব্দটির সমার্থক শব্দ mad। তাছাড়া lazy অর্থ অলস, hypnotized অর্থ সম্মোহিত। আর wise অর্থ জ্ঞানী।
Hints: Choir (বিশেষত গির্জায় ঐকতানবদ্ধ ধর্মসঙ্গীত নেতৃত্বদানকারী গায়কবৃন্দ) শব্দটি অন্যান্য word থেকে আলাদা কারণ অন্যগুলো কোনো সমস্যা এবং সমস্যা সমাধানে গঠিত দল।
Hints: Mediocore অর্থ খুব ভালো নয়, মাঝারি মানের; accraze অর্থ গড়পড়তা ধরনের, undistinguished অর্থ অখ্যাত, সাধারণ; exemplary অর্থ আদর্শস্বরূপ আর ordinary অর্থ সাধারণ। সুতরাং আলাদা অর্থাৎ ভিন্ন শব্দটি হলো Exemplary
Hints: আলাদা শব্দটি হলো jubilation যার অর্থ বিজয়ানন্দ। অন্যদিকে petulance অর্থ কার্যালয়ের জুনিয়র যুক্তিহীনভাবে অস্থির বা বিরক্তিকর, fury অর্থ প্রচণ্ড উত্তেজনা, discontent অর্থ অসন্তোষ বা অতৃপ্তি এবং glum অর্থ মনমরা, বিষণ্ণ।
Hints: Option-গুলোতে odd word হলো chide (নিন্দা করা, তিরস্কার করা)। অন্যান্য ( word commend, eulogize, laud অর্থ প্রশংসা করা, যেগুলো chile-এর বিপরীত শব্দ।
Hints: Abscond, flee, escape, disappear শব্দগুলোর অর্থ অদৃশ্য হওয়া, দৃষ্টি বাইরে চলে যাওয়া, পলায়ন করা। আর yield অর্থ বশ্যতা স্বীকার করা। সুতরাং odd uord (আলাদা শব্দ) টি হলো yield।