Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

Synonym and Antonyms MCQ
641. Which do you think is the nearest in meaning to 'proviso':
Hints: Proviso অনুবিধি/শর্ত। অন্য option গুলোর মধ্যে sanction- অনুমোদন; substitute- বিকল্প; stipulation-পণ, মুক্তিপণ, শর্ত; directive নির্দেশনামূলক। সুতরাং দেখা যায় অর্থের দিক থেকে 'proviso' ও 'stipulation' কাছাকাছি।
sanction
directive
substitute
stipulation
642. If a substance is cohesive, it tends to-.
Hints: Cohesive দৃঢ়ভাবে একত্রে লেগে রাখা, Bend without too much difficulty together- একত্রে লেগে থাকা, Break easily (দৃঢ়ভাবে লেগে থাকে) তা অবশ্যই stick together খুব বেশি কাঠিন্য ছাড়াই বাঁকা হয়, Stick সহজেই ভেঙে যায়। যে জিনিস Cohesive (একত্রে লেগে থাকে)।
retain heat
bend without much difficulty
break easily
stick together
643. Pick the word that is synonymous with 'authoritarian'.
Hints: Authoritarian অর্থাৎ কঠোর শাসক, autocratic-এর অর্থ স্বৈরাচারী, স্বৈরশাসক, senior-এর অর্থ ঊর্ধ্বতন, elderly-এর অর্থ বয়োজ্যেষ্ঠ, potential-এর অর্থ রক্ষণশীল।
autocratic
senior
elderly
potential
644. Choose the correct synonym for- 'Extempore'
Hints: Extempore অর্থ- পূর্বপ্রস্তুতিহীন; উপস্থিত। Planned অর্থ- পরিকল্পিত; Improvise অর্থ- তাৎক্ষণিকভাবে উদ্ভাবন বা প্রস্তুত করা; Impromtu অর্থ- প্রত্যুৎপন্ন, পূর্বপ্রস্তুতিহীন এবং Immediate অর্থ- তাৎক্ষণিক।
Planned
Improvise
Impromptu
Immediate
645. The nosed word mbahaka city has increased exponentially. Here the underlined word means-
Hints: Exponentially শব্দের অর্থ (গতি বা বৃদ্ধির ক্ষেত্রে) দ্রুত। Option গুলোর মধ্যে amazingly অর্থ বিশ্বয়করভাবে; steadily স্থিরভাবে; shockingly- জঘন্যভাবে, শ্রীতিজনকভাবে এবং rapidly- দ্রুতভাবে। সুতরাং exponentially শব্দের অর্থ rapidly।
rapidly
amazingly
shockingly
steadily
646. What would be the right antonym for 'initiative'?
Hints: Initiative অর্থ পরিকল্পনা, উদ্যোগ, প্রারম্ভ। Option গুলোর মধ্যে apathy-অর্থ অনীহা, অনাগ্রহ; indolence অলসতা; enterprise-প্রারম্ভ, উদ্যোগ এবং activity অর্থ কার্যকারিতা, সক্রিয়তা। Initiative এর antonym হিসেবে apathy ও indolence হতে পারে।
indolence
enterprise
activity
apathy
647. The verb ' succumb' means-
Hints: Achieve-এর অর্থ অর্জন করা, submit এর অর্থ দাখিল করা, win-এর অর্থ জয় করা, conquer-এর অর্থ জয় করা এবং succumb-এর অর্থ দাখিল করা।
achieve
submit
win
conquer
648. the same meaning: Gullible
Hints: Gullible- অর্থ বিশ্বাসপ্রবণ। foolish- বোকা, Willing to believe anything or anyone- যে কোনো কিছু বা যে কাউকে বিশ্বাস করতে ইচ্ছুক, Simple- সাধারণ এবং easily deceived- অনায়াসে প্রতারিত।
foolish
simple
willing to believe anything or anyone
easily deceived
649. Select the word that is the most closely opposite in meaning to the capitalized word: DELETERIOUS.
Hints: Deleterious-ক্ষতিকর। Option সমূহের মধ্যে Toxic- বিষাক্ত, spurious-কৃত্রিম, মিথ্যা, harmless অহিংস, যা ক্ষতি করে না, lethal মারাত্মক ক্ষতিকর। অতএব অর্থের দিক থেকে deleterious এবং harmless পুরোপুরি opposite বা বিপরীতার্থক।
spurious
toxic
lethal
harmless
650. Choose the correct synonym for- Menacing'.
Hints: Menacing অর্থ ভীতিকর। Encouraging অর্থ- উৎসাহব্যঞ্জক, Alarming অর্থ- ভীতিকর; Promising অর্থ- সম্ভাবনাময় এবং Auspicious অর্থ- শুভং অনুকূল।
Encouraging
Alarming
Promising
Auspicious
651. 'Venerate' means-
Hints: Venerate - অর্থ শ্রদ্ধা করা, করা; abuse গালি দেয়া; respect venerate-এর অর্থ হচ্ছে respect। সম্মান করা। Option গুলোর মধ্যে defame নিন্দা সম্মান করা এবং accuse- দোষারোপ করা।
defame
respect
accuse
abuse
652. Give the antonym of the word 'transitory'.
Hints: Transitory অর্থ ক্ষণস্থায়ী। Option-গুলোর মধ্যে temporary, transparent short-lived-এর অর্থ ক্ষণস্থায়ী, স্বল্পকালীন এবং permanent অর্থ স্থায়ী। সুতরাং transitory-এর antonym হচ্ছে permanent
temporary
permanent
transparent
short-lived
653. the same meaning: Viable
possible
that can be done
capable
that will work
654. The synonym for 'Obdurate'-
Hints: Deceitful-প্রবঞ্চনাপূর্ণ। Stubborn- অবাধ্য। Sly- চতুর, শঠ, হুর্ত। Swindler-প্রতারক, জোচ্চর। Obdurate- একগুঁয়ে, অবাধ্য।
Stubborn
Deceitful
Sly
Swindler
655. the same meaning: Handy
comfortable
useful
necessary
convenient to handle or use
656. Societies living in the periphery are always ignored. Here the underlined word means
Hints: Periphery অর্থ- চৌহদ্দি বা শেষ সীমানা। Option গুলোর মধ্যে offshore areas- সমুদ্রতীর হতে দূরবর্তী এলাকা; marginal arnas - প্রান্তিক/শেষ সীমা; backurrd regions- অনুন্নত এলাকা। সুতরাং অর্থগত দিক থেকে periphery শব্দের অর্থ হচ্ছে marginal areas।
Offshore areas
marginal areas
remote places
backward regions
657. Which phrase contains words opposed to each other in meaning?
Hopes and aspiration.
Reproduction and death.
Heat and dust.
Emerged and advanced.
658. A synonym for 'resentment' is
Hints: 'Resentment' অর্থ রাগ, বিরক্তি। fear-ভয়। anger-রাগ, ক্ষোভ। indignation (অবিচারহেতু) ক্ষোভ। panic-আতংক।
fear
anger
indignation
panic
659. What would be the best antonym of "hibernate"?
Hints: Hibernate অর্থ- নিষ্ক্রিয় অবস্থায় থাকা বা অলসভাবে সময় কাটানো। Oplan গুলোর মধ্যে dormancy অর্থ সুপ্তাবস্থা, স্থগিত অবস্থা; liveliness-কর্মতৎপরতা, সক্রিয়তা, sluggishness অলসতা, জড়তা এবং democracy অর্থ-গণতন্ত্র। সুতরাং hibernate এর antonym হচ্ছে liveliness
Dormancy
liveliness
sluggishness
democracy
660. The word 'permissive' implies-
Hints: Permissive-এর অর্থ অনুমোদনকারী, humble অর্থ সরল, law-abiding-এর অর্থ আইন মান্যকারী, liberal এর অর্থ স্বাধীনচেতা, submissive-এর অর্থ দাখিলযোগ্য। সুতরাং Permissive-এর সমার্থক liberal।
humble
liberal
law-abiding
submissive