Hints: Affirmative statement এর ক্ষেত্রে tag question form (সংক্ষিপ্ত) + Subject (pronoun)+? I am not এর tag form হলো aren't auxiliary verb di negetive
Hints: Tag question-এর ক্ষেত্রে বাক্য affirmative হলে tag questionটি negative হয়। আর বাক্যে auxiliary verb has থাকাতে has-এর negative form hasn't বসবে। সুতরাং সঠিক উত্তর hasn't it।
9. You haven't eaten the entire cake that is made for tonight's party, -?
[Note: "Question tag এর ক্ষেত্রে Main clause 4 Helping verb অনুসৃত হবে; এবং H. V negative হলে question tag অংশে সেটি (H.V) পরিবর্তিত হয়ে Affirmative হবে। প্রশ্নে উল্লখিত বাক্যে H.V হিসেবে 'have' এর Negative form ব্যবহৃত হয়েছে যা পরিবর্তিত হয়ে Affirmative (from haven't to harce') হবে। উক্ত প্রশ্নের সঠিক উত্তর হবে "lace you?" যা option গুলোতে নেই।
Hints: Affirmative statement-এর ক্ষেত্রে tag question টি হবে negative auxiliary terb-এর সংক্ষিপ্ত form + subject (সর্বণ pronoun form)+? You would better talk-এর ক্ষেত্রে tag question টি হবে wouldn't you?