1051. বিদ্যুৎ উৎপাদন জ্বালানি সেলে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় কী?
বর্তমানে ফুয়েল সেল হতে বিদ্যুৎ উৎপাদন একটি অত্যাধুনিক পর্যায়ের গবেষণা। এ পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন করা হয় ফুয়েলকে অক্সাইডেশন করে। সুতরাং, এক্ষেত্রে রাসায়নিক শক্তিকে সরাসবি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা হচ্ছে। জ্বালানি হিসাবে প্রাকৃতিক গ্যাস, ন্যাপথা, কেরোসিন, কোলগ্যাস ইত্যাদি এবং বাতাস হতে অক্সিজেন ব্যবহার করে ইলেকট্রোকেমিক্যাল রিয়্যাকশনের (Electrochemical reaction) মাধ্যমে সরাসরি বিদ্যুৎ উৎপাদন করা হয়।