অ্যাডভান্সড ইলেকট্রিসিটি MCQ
ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের অ্যাডভান্সড ইলেক্ট্রিসিটি সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল আপডেট MCQ প্রশ্ন উত্তর সহ এই গ্রুপে পাবেন। ইঞ্জিনিয়ারিং চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগোল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন।
101. যখন 200 প্যাঁচের একটি কয়েলের মধ্য দিয়ে 2 অ্যাম্পস কারেন্ট প্রবাহিত হয়, তখন 0.2 mwb-এর ফ্লাক্স সৃষ্টি করে। ম্যাগনেটিক সার্কিটের রিলাকট্যান্স
We know, Reluctance Rm = mmf/ φ = NI/ φ = 200x2/0.2×10-3 = 2
102. একটি কয়েলের সেলফ-ইন্ডাকট্যান্স এক হেনরি হবে, যখন-
সুতরাং, প্রতি সেকেন্ডে ১ অ্যাম্পিয়ার হারে কারেন্ট পরিবর্তিত হলে ঐ কয়েলে ১ ভোল্ট Emf আবিষ্ট হয়।
প্রতি সেকেন্ডে ১ অ্যাম্পিয়ার হারে কারেন্ট পরিবর্তিত হলে এক সেকেন্ডে ১ ভোল্ট Emf আবিষ্ট হয়
এক অ্যাম্পিয়ার কারেন্ট ১ ভোল্ট Emf আবিষ্ট করে
প্রতি সেকেন্ডে এক ভোল্ট Emf পরিবর্তনের ফলে অ্যাম্পিয়ার কারেন্ট আবিষ্ট হয়
প্রতি সেকেন্ডে ১ অ্যাম্পিয়ার হারে কারেন্ট পরিবর্তিত হলে ঐ কয়েলে ১ ভোল্ট Emf আবিষ্ট হয়
103. এডি কারেন্ট লস নির্ভর করে-
সর্বোচ্চ ফ্লাক্স ডেনসিটির বর্গের উপর
পরিবর্তনশীল চৌম্বকক্ষেত্রে ফ্রিকুয়েন্সির বর্গের উপর
ল্যামিনেশনের পুরুত্বের বর্গের উপর
104. ফ্যারাডের সূত্র অনুযায়ী যখন কোনো পরিবাহী চৌম্বকক্ষেত্রের ভিতর আলোড়িত হয়, তখন উক্ত পরিবাহীতে Emf আবেশিত হয়। এই আবেশিত Emf-এর পরিমাণ বৃদ্ধি-
We know, Emf = NBLV
Where, B = Magnetic field
N = No of turns
V = Velocity
L = the length of the wire
তারের প্যাঁচের সংখ্যার সাথে সমানুপাতিক
তারের ঘূর্ণন গতির সাথে সমানুপাতিক
চৌম্বকক্ষেত্রের শক্তির সাথে সমানুপাতিক
105. 6Ω রোধের একটি তারকে টেনে ৪ গুণ লম্বা করা হলে তারটির বর্তমান রোধ কত?
পরিবাহীর দৈর্ঘ্য রেজিস্ট্যান্সের সমানুপাতিক।
পরিবাহীর দৈর্ঘ্য বৃদ্ধি পেলে রেজিস্ট্যান্স বৃদ্ধি পাবে। পরিবাহী দৈর্ঘ্য = ৪ এবং রোধ = 6 Ω হলে পরিবাহীর রোধ = 6 x8 = 48 Ω
106. ম্যাগনেটিক সার্কিটের পারমিয়্যান্স, ইলেকট্রিক সার্কিটের কোনটির মতো-
Conductance = 1/
Permeance = 1/resistance
107. রিলাকট্যান্স নির্ণয় করা হয়-
রিলাকট্যান্স R = mmf/ꝕ = NI/ ꝕ = L / μΑ
যেখানে,
L= Length of the magnetic path (m)
µ = Permeability of the magnetic material
A = Cross section area (m²)
108. স্টিলকে ম্যাগনেটাইজ করা কষ্টসাধ্য, এর কারণে হলো-
লো-পারমিয়্যাবিলির কারণে স্টিলকে ম্যাগনেটাইজ করা কঠিন।
109. হিসটেরেসিস লস নির্ভর করে-
পরিবর্তনশীল চৌম্বকক্ষেত্রে ফ্রিকুয়েন্সির উপর
সর্বোচ্চ ফ্লাক্স ডেনসিটির উপর
110. এমকেএস (MKS) পদ্ধতিতে অ্যাম্পিয়ার টার্ন/ওয়েবার-
রিলাকট্যান্স = mmf/ꝕ = NI/ꝕ
= ampere-turns/Weber
111. সেলফ-ইন্ডাকট্যান্স-
সেলফ ইনডাকট্যান্স LI = Nꝕ
L= Nꝕ /I Henery
যেখানে, N = No of turns
ꝕ = Flux
I = Current
L= nI/ꟁ অ্যাম্পিয়ার টার্ন/ওয়েবার
112. যখন দুটি কয়েল সিরিজে সংযোগ করা হয়, তখন সিরিজ এইডিং-এর বেলায় মোট ইন্ডাকট্যান্স-
113. একটি কয়েলের ইন্ডাকট্যান্স মূল মানের চারগুণ বৃদ্ধি করতে হলে নিম্নের কোনটিকে দ্বিগুণ করতে হবে-
Inductance L∞ N
ইনডাক্টট্যান্স প্যাঁচ সংখ্যার সাথে সমানুপাতিক অর্থাৎ প্যাঁচ সংখ্যা বাড়লে ইনডাকট্যান্সের এর মান বাড়বে।
114. এক বর্গমিটারের মধ্য দিয়ে অতিক্রান্ত ম্যাগনেটিক ফ্লাক্সের পরিমাণকে বলা হয়-
ফ্লাক্স ডেনসিটি B = ꝕ/A
115. সেলফ-ইনডিউসড ইএমএফ-
একটি কয়েলের সাথে সংশ্লিষ্ট এর নিজস্ব ফ্লাক্সের পরিবর্তনের কারণে যে ইএমএফ আবিষ্ট হয় তাকে সেল্ফ ইনডিউসড di ইএমএফ বলে।
116. চৌম্বকক্ষেত্রে কারেন্ট বহনকারী পরিবাহীর উপর ক্রিয়াশীল বল নির্ভর করে-
(i) F = ꝕR
(ii) F = NI
(iii) F = HL
উপরের তিনটি সমীকরণ হতে দেখা যায়, ক্রিয়াশীল বল নির্ভর করে ফ্লাক্স, কারেন্ট এবং দৈর্ঘ্যের উপর।
117. কাপলিং-এর সহগ (Coefficient of coupling)-
Coefficient of coupling K = K= M/√ L1L2
Where, M = Mutual Inductance
L1 and L2 = Self Inductance
rang of coefficient of coupling 0 ≤K ≤l
118. গতিশীলতার আবেশিত ইএমএফ-
গতিশীল আবেশিত Emf = Blv
যেখানে, B = Magnetic field
I = Length of the conductor
v = Velocity.
119. চৌম্বক গুণাবলির কিছুটা অংশ চৌম্বক পদার্থ নিজের মধ্যে রেখে দেবার প্রবণতাকেই বলে-
চৌম্বক গুণাবলির কিছুটা অংশ চৌম্বক পদার্থ কর্তৃক নিজের মধ্যে রেখে দেয়ার প্রবণতাকে হিস্টেরেসিস বলে।
120. যখন দুটি কয়েল সিরিজে সংযোগ করা হয়, তখন সিরিজ অপোজিং-এর বেলায় মোট ইন্ডাকট্যান্স-
Showing
101
to
120
of
138
results
Test Mode
Reading Mode