ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের অ্যাডভান্সড ইলেক্ট্রিসিটি সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল আপডেট MCQ প্রশ্ন উত্তর সহ এই গ্রুপে পাবেন। ইঞ্জিনিয়ারিং চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগোল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন।
121. একটি চুম্বকের চারদিকে যতটুকু স্থান জুড়ে ঐ চুম্বকের প্রভাব বিদ্যমান থাকে, ঐ স্থানকে বলা হয়-
একটি চুম্বকের চারপাশে যে স্থান জুড়ে এর প্রভাব পরিলম্বিত হয় তাই চৌম্বকক্ষেত্র।
129. একটি চৌম্বক উৎস কর্তৃক উৎপাদিত চৌম্বকক্ষেত্রের সমষ্টিকে বলা হয়-
একটি চুম্বক উৎস কর্তৃক উৎপাদিত চুম্বক ক্ষেত্রের সমষ্টিকে ম্যাগনেটিক ফ্লাক্স বলে। ম্যাগনেটিক ফ্লাক্সের একক ওয়েবার (weber)। গ্রিক অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। 1 weber = 10 lines.
130. অনির্দিষ্টকালের জন্য চৌম্বক গুণাবলি ধরে রাখতে পারে যে পদার্থ, তা হলো-
যেসব পদার্থকে চুম্বক আকর্ষণ করে এবং যাদের চুম্বকে পরিণত করা যায় তাদের চৌম্বক পদার্থ বলে। যেমন- লোহা, লোহার যৌগ, নিকেল, কোবাল্ট, ইস্পাত লোহার তুলনায় দৃঢ়তর।
যেসব পদার্থ খুব শক্তিশালী কোন চৌম্বকক্ষেত্রের মধ্যে স্থাপন করলে ঐ সকল পদার্থে ক্ষীণ চৌম্বকত্ব দেখা যেতে পারে, তাদের ডায়াম্যাগনেটিক বলে। যেমন- পানি, তামা, বিসমাথ, অ্যান্টিমনি।
যেসব পদার্থকে চৌম্বকক্ষেত্রে স্থাপন করা হলে চুম্বাকায়নকারী ক্ষেত্রের দিকে শক্তিশালী চুম্বকত্ব লাভ করে তাদেরকে ফেরোচৌম্বকীয় পদার্থ বলে। যেমন- লোহা, নিকেল, কোবাল্ট, গোল্ড।