ব্যাখ্যা: ফিউজ হোল্ডারে সিসা-টিন বা টিন-তামা মিশ্রিত সংকর ধাতুর একটি ফিউজ তার লাগানো হয়। ফিউজ তারটি নির্ধারিত কারেন্টের চেয়ে বেশি কারেন্ট সার্কিটে কোনো কারণে প্রবাহিত হলে ফিউজ তারটি পুড়ে গিয়ে সার্কিটকে বিচ্ছিন্ন করে দেয়।
25. কোন ওয়্যারিং বাংলাদেশে সাধারণত ব্যবহৃত হয় না-
ব্যাখ্যা: বাংলাদেশে আগে ক্লিট ওয়্যারিং এবং কেসিং ওয়্যারিং-এর প্রচলন ছিল। তবে বর্তমানে প্রধান তিন ধরনের ওয়্যারিং ব্যবহার হয় (1) ব্যাটেন ওয়্যারিং, (ii) কভুইট ওয়্যারিং ও (iii) চ্যানেল ওয়্যারিং।
30. অতি ঘনবসতিপূর্ণ এলাকায় যেখানে মাটি পাওয়া যায় না, সেখানে যে আর্থিং করা হয়, তা হলো-
ব্যাখ্যা: সাধারণত অতি ঘনবসতিপূর্ণ এলাকায়, যেখানে আর্থিং-এর জন্যে কোনো মাটি পাওয়া সম্ভব হয় না, যেখানে ঘিঞ্জি ঘিঞ্জি দালানকোঠা, সেখানে পানির পাইপের মাধ্যমে আর্থিং করা হয়।
ব্যাখ্যা: ফুওরেসেন্ট ল্যাম্প বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয় ১৯৩৮ সাল হতে। সাধারণ ইনক্যান্ডিমেন্ট বা ফিলামেন্ট-টাইপ ল্যাম্পের তুলনায় এটি প্রতি ওয়াটে অধিক পরিমাণে (লিউমেন) আলো দেয় এবং বেশি দিন টেকসই হয়।
32. আমাদের দেশে কণ্ডুইট ওয়্যারিং-এ ব্যবহৃত হয় সাধারণত-
ব্যাখ্যা: গ্যালভানাইজড করা লোহা বা ইস্পাত অথবা পিভিসি পাইপকে কড়ুইট বলে। কভুইটের মধ্য দিয়ে ইনসুলেটেড তার বা ক্যাবলের সাহায্যে যে ওয়্যারিং করা হয়, তাকে কড়ুইট ওয়্যারিং বলে।
ব্যাখ্যা: দেয়ালের উপর নকশা অনুযায়ী কণ্ডুইট স্থাপনের ১ মাধ্যমে যে ওয়্যারিং করা হয়, তাকে সারফেস কছুইটি ওয়্যারিং বলে। এ ধরনের ওয়্যারিং সিনেমা হলে, ওয়ার্কশপে, কল-কারখানায় এবং অডিটরিয়ামে ব্যবহৃত হয় ।
39. ব্যাটেন ওয়্যারিং বাসগৃহে বহুল ব্যবহৃত হয়, কারণ-
ব্যাখ্যা: বাসগৃহ ও অফিস-আদালতের ওয়্যারিং ব্যবস্থাপনায় ব্যাটেন ওয়্যারিং-এর প্রচলন খুবই বেশি। কারণ নিম্ন চাপের (Low voltage-250V) ইন্সটলেশন এবং স্বল্প ব্যয়ের জন্য এই ওয়্যারিং সুবিধাজনক। বর্তমানে বাংলাদেশে ব্যাটেন ওয়্যারিং ও পিভিসি ক্যাবল বেশি ব্যবহৃত হয়।