ইলেকট্রিক্যাল ইন্সটলেশন,প্লানিং এন্ড এস্টিমেটিং MCQ
41. ৪২ ওহম রোধকের একটি পরিবাহীর ভিতর দিয়ে ১০ অ্যাম্পিয়ার কারেন্ট ৩০ সেকেন্ড সময়ব্যাপী প্রবাহিত হলে ঐ পরিবাহীতে কত ক্যালরি তাপ উৎপন্ন হবে?
42. একটি 56 ইঞ্চি Ceiling fan আনুমানিক যে পরিমাণ বিদ্যুৎ ব্যয় করে-
43. ১০,০০০ সেমি দৈর্ঘ্যের একটি তারের রেজিস্ট্যান্স ১০ ওহম। উক্ত তারের স্পেসিফিক রেজিস্ট্যান্স ১.৭২০১০ ওহম সেমি হলে প্রস্থচ্ছেদ কত হবে?
44. বাতির ফিলামেন্টের তার কীসের তৈরি হয়?
45. আবাসিক লোডের লোড ফ্যাক্টর-
ব্যাখ্যা: আবাসিক লোডের ক্ষেত্রে লোড ফ্যাক্টর সাধারণত ৬০% হতে ৭০% পর্যন্ত হয়।
47. লাইটনিং অ্যারেস্টারের কাজ হলো-
বজ্রপাতের সময় সার্কিটকে বন্ধ করে দেওয়া
অতিরিক্ত ভোল্টেজকে মাটিতে পাঠিয়ে দেওয়া
অন্যান্য রক্ষণ যন্ত্রকে কাজ করতে সহায়তা করা
বজ্রপাতের সময় যে অতিরিক্ত ভোল্টেজ উৎপন্ন হয় ঐ ভোল্টেজ যাতে মাটিতে যেতে না পারে তার ব্যবস্থা করা
48. আর্থিং-এর রেজিস্ট্যান্স কত ওহমের কম থাকা উচিত?
49. ফিউজিং ফ্যাক্টরের মান-
50. পাহাড়ি এলাকায় সাধারণত কোন আর্থিং করা হয়?
ব্যাখ্যা: 2m² - 6m² x 1.36 mm আকারের গ্যালভানাইজড লোহার পাত ইলেকট্রোড হিসেবে ব্যবহৃত হয়। সাধারণত পাহাড়ি এলাকায় শিট আর্থিং করা হয়।
51. কোনো বর্তনীতে ৩টি বাল্বকে সমান্তরাল সংযোগে যুক্ত করা হলো। এদের কোনটি আলো দেবে?
প্রথম ও তৃতীয় বাল্ব আলো দেবে
শুধু প্রথম বাল্বটি আলো দেবে
তিনটি বাল্বই সমান আলো দেবে
52. বানানো বাড়ির ওয়্যারিং-এ কোন সাইজের তার বেশি ব্যবহৃত হয়?
53. মিল ফ্যাক্টরিতে সাধারণত কোন ধরনের ওয়ারিং ব্যবহৃত হয়?
54. একটি শিল্পপ্রতিষ্ঠানের ভোল্টেজ খুব উঠানামা করে। এটা নিরসনের জন্য কোন ব্যবস্থাটি গ্রহণ করা উচিত?
ব্যাখ্যা: উচ্চ বা নিম্ন ভোল্টেজ অবস্থার সংশোধন করতে ট্রান্সফর্মারে টেপিং প্রদান করা হয়। নির্ধারিত প্রাইমারি ভোল্টেজ থেকে ৫% উপরে অথবা নিচে টেপিং (Taping) সেট করা হয়। অর্থাৎ শিল্পকারখানায় ভোল্টেজ উঠানামা করলে পাওয়ার ফ্যাক্টর কারেকশন করে সমাধান না হলে ট্রান্সফর্মারের টেপিং বদলাতে হবে।
ট্রান্সফরমার টেপিং বদলানো
সুইচ-ক্যাপাসিটর ব্যবহার করা
সিস্টেমের ইম্পিডেন্স বৃদ্ধি করা
লো-ভোল্টেজ অ্যাপ্লায়েন্স ব্যবহার করা
Showing
41
to
54
of
54
results
Test Mode
Reading Mode