যে-সকল লজিক গেইট-এর সাহায্যে মৌলিক গেইট তিনটির অপারেশন সমাধান করা যায়, তাকে ইউনিভার্সাল লজিক গেইট বলে। ইউনিভার্সাল লজিক গেইট ২ প্রকার- NAND gate and NOR gate |
আলফানিউমেরিক কোড (0-9, A-Z, a-z ! @ # % ^ f * +- ( )..) ইত্যাদি বর্ণের দ্বারা গঠিত কোড। এই কোডকে প্রিন্টেবল কোডও বলা হয়। মানুষের তথ্য ও যোগাযোগের উন্নয়নের জন্য এই কোড সাজানো হয়েছে।
BCD শব্দের অর্থ বাইনারি কোডেড ডেসিমেল। এটিকে 8421 কোডও বলা হয়। যে ডেসিমেল সংখ্যার BCD কোড নির্ণয় করতে হবে তার প্রত্যেকটি অঙ্ককে চার বিটের বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হয়।
যুক্তি অ্যালজেবরার উদ্ভাবক হলেন প্রখ্যাত ইংরেজ গণিতবিদ জর্জ বুল। জর্জ বুল সর্বপ্রথম গণিত ও যুক্তির মধ্যে সম্পর্ক আবিষ্কার করেন এবং গণিত ও যুক্তির উপর ভিত্তি করে এক ধরনের অ্যালজেবরা তৈরি করেন, যাকে বুলিয়ান অ্যালজেবরা বলে।