রিলাকট্যান্স R = mmf/ꝕ = NI/ ꝕ = L / μΑ
যেখানে,
L= Length of the magnetic path (m)
µ = Permeability of the magnetic material
A = Cross section area (m²)
ব্যাখ্যা: জিনার ডায়োড একটি বিশেষ ধরনের ডায়োড, যা রিভার্স বায়াসিং-এর সময় রিভার্স ব্রেক ডাউন রিজিয়নে অপারেট হয়। জিনার ডায়োডের কাজ নিম্নরূপ-
(i) জিনার ডায়োড সার্কিটে ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করে।
(ii) ভোল্টেজ লিমিটার হিসেবে কাজ করে।
(iii) সার্কিটে স্থির রেফারেন্স ভোল্টেজ প্রদান করে।
ব্যাখ্যা: The heavy doping of the emitter region and the light doping of the base region cause many more electrons to be injected from the emitter into the base than holes to be injected from the base into the emitter.