2863. একটি ডিসি পাওয়ার সাপ্লাই তৈরিতে কোনটি প্রয়োজন?
ব্যাখ্যা: ডিসি পাওয়ার সাপ্লাইয়ে ট্রান্সফর্মারের সাহায্যে ইনপুট ভোল্টেজকে স্টেপ ডাউন করে কয়েকটি ডায়োড ব্যবহার করে রেক্টিফায়ারের সাহায্যে AC হতে DC-তে পরিণত করা হয়। উক্ত DC-কে ক্যাপাসিটর ব্যবহার করে ফিল্টারিং করে বিশুদ্ধ ডিসিতে পরিণত করা হয়।
2871. নিম্নের কোন Material-টি Infrared LED-এর জন্যে ব্যবহার হয়?
ব্যাখ্যা: Gallium-Arumide (GaAs)-এ খুবই কম পরিমাণ নয়েজ উৎপা হয় বলে Infrared LED-তে GaAS ব্যবহার করা হয়। বিশেষ করে দুর্বল সিগন্যাল অ্যামপ্লিফিকেশনের জন্য এর ব্যাবহার গুরুত্বপূর্ণ।
2874. ডায়োড ব্রিজ রেকটিফায়ারের ইনপুট এবং আউটপুট ফ্রিকুয়েন্সির অনুপাত হচ্ছে--
ব্যাখ্যা: ফুল-ওয়েভ রেক্টিফায়ারের ইনপুটে পজিটিভ হাফ-সাইকেল এবং নেগেটিভ হাফ-সাইকেল একত্রে একটি সাইকেল হলেও আউটপুটে প্রতিটি হাফ-সাইকেল আলাদা আলাদা পূর্ণ সাইকেল তৈরি করে বলে এতে সাইকেল সংখ্যা হবে ২টি। তাই ফ্রিকুয়েন্সির অনুপাত হবে ১:২।