Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
2841. একটি মাধ্যমের পারমিয়্যাবিলিটি এবং পারমিটিভিটি-
The permittivity develops the electric field, where as the permeability develops the magnetic field.
পরস্পর স্বতন্ত্র
ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের গতিবেগ দ্বারা সম্পর্কিত
বোল্টজ ম্যান'স কনস্ট্যান্ট দ্বারা সম্পর্কিত
কোনোটিই নয়
2842. একটি SCR কখন কারেন্ট প্রবাহিত হতে দেয় না?
ফরওয়ার্ড ভোল্টেজ ব্রেক-ওভার ভোল্টেজের চেয়ে ছোট হলে
কারেন্টের মান হোল্ডিং কারেন্টের নিচে নেমে গেলে
গেট পালস না থাকলে
সবগুলোই সঠিক
2843. টেট্রাহেড্রাল বন্ডিং নিম্নের কোন বন্ডগুলোর বৈশিষ্ট্য?
In a Tetrahedral molecule, there is one central atom banded to four surrounding atoms with no lone electron pairs. The bonds form angles of 109.5° A covalent bond consists of the mutual sharing of one on more pairs of electrons between two atoms.
মলিকুলার
কো-ভ্যালেন্ট
আয়োনিক
মেটালিক
2844. একটি ১০ মিনিট ফুল লোড ব্যাকআপ বিশিষ্ট ইউপিএস, হাফ লোডে আনুমানিক ব্যাকআপ সময় হবে-
৫মিনিট
১০ মিনিট
২০ মিনিট
৪০ মিনিট
2845. ফুল-ওয়েভ রেক্টিফায়েড ভোল্টেজ এবং কারেন্ট রিপ্ল ফ্যাক্টর-
0.44
0.46
0.48
0.50
2846. P-N জাংশন ডায়োডের অ্যানোড ও ক্যাথোড নির্ণয়ে ব্যবহৃত হয়-
ব‍্যাখ্যা: PN Junction diode- Anode Cathode নিরূপণে মাল্টিমিটার ব্যবহার করা হয়। মাল্টিমিটারের নব ওহমমিটারে সিলেক্ট করে লাল ও কালো প্রোব দিয়ে Diode-এর দুই প্রান্তে ধরে Diode-এর Anode Cathode নিরূপণ করা হয়।
অ্যামিটার
ভোল্টমিটার
ওয়াটমিটার
ওহমমিটার
2847. ইমপ্রেগনেটেড পেপারের ডাই-ইলেকট্রিক স্ট্রেংথ-
Dielectric strength is defined as the electrical strength of an insulating material. Impregnated paper dielectric strength 300 kV/cm or 30 kV/mm.
40-50 kV/cm
75-100 kV/cm
200-300 kV/cm
500-600 kV/cm
2848. PNP এবং NPN ট্রানজিস্টরের প্রতীকের অ্যামিটারে ব্যবহৃত তীর চিহ্নটি নির্দেশ করে-
ব্যাখ্যা: অ্যামিটার দ্বারা কারেন্টের মান দ্বারা ভোল্টেজ পরিমাপ করা যায়। পরিমাণ করে। ভোল্টমিটার
ইলেকট্রন প্রবাহের দিক
কারেন্ট প্রবাহের দিক
ভোল্টেজের দিক
কোনোটিই নয়
2850. লাল (Infrared) আলো প্রদানকারী এলইডি তৈরি করা হয়-
Ge দ্বারা
GaAs দ্বারা
GaP দ্বারা
GaAs P দ্বারা
2851. অর্ধপরিবাহী ডায়োডকে কী বলা হয় --
ব্যাখ্যা: PN জাংশনকে অর্ধ-পরিবাহী ডায়োড বলে এবং এই ডায়োডগুলো হাফ-ওয়েভ রেক্টিফায়ার হিসেবে আচরণ করে।
রেকটিফায়ার
ট্রানজিস্টর
অ্যামপ্লিফায়ার
কোনোটিই নয়
2852. একটি মৌলিক পদার্থ দৃঢ়ভাবে একটি ম্যাগনেটিক সলিড গঠন করতে পারে কেবলমাত্র তখনই, যখন এর অ্যাটমসমূহ-
একটি অসম্পূর্ণ ইনার শেলের অ্যাটমসমূহে একটি মৌলিক পদার্থ দৃঢ়ভাবে একটি ম্যাগনেটিক সলিড গঠন করতে পারে।
একটি অসম্পূর্ণ ভ্যালেন্স শেলে থাকে
একটি সম্পূর্ণ ভ্যালেন্স শেলে থাকে
একটি অসম্পূর্ণ ইনার শেলে থাকে
একটি শূন্য ইনার শেলে থাকে
2853. গ্রাফাইটে বন্ডিং হয়-
Graphite bonding each carbon atom is joined to three other carbon atoms by covalent bonds. The layers have weak forces between them same as walks vander waals bonds.
ভ্যানডার ওয়ালস
মেটালিক
কো-ভ্যালেন্ট
(ক) ও (গ) উভয়টিই
2854. ডায়োডের বা P-N জাংশনের ব্যারিয়ার পটেনশিয়াল বাধা প্রদান করে শুধুমাত্র-
ব্যাখ্যা: P-N জাংশনের ব্যারিয়ার পটেনশিয়াল উভয়স্তরের মেজোরিটি ক্যারিয়ারসমূহকে বাধা প্রদান করে।
P স্তরের হোলসমূহকে
N স্তরের ইলেকট্রনসমূহকে
উভয় স্তরের মেজরিটি ক্যারিয়াসমূহকে'
উভয় স্তরের মাইনরিটি ক্যারিয়ারসমূহকে
2855. জামেনিয়াম P-N জাংশন ডায়োডের ব্যারিয়ার পটেনশিয়াল-
ব্যাখ্যা: জার্মেনিয়াম PN জাংশন ডায়োডের ব্যারিয়ার পটেনশিয়াল ভোল্টেজ ০.3V এবং সিলিকন-এর ব্যারিয়ার পটেনশিয়াল ভোল্টেজ 0.7V।
0.07V
0.7V
0.3V
1.3V
2856. একটি পেপার ক্যাপাসিটরের সর্বোচ্চ ওয়ার্কিং ভোল্টেজ হলো-
The paper capacitor has a capacitance range of 0.001 to 2µF and a high voltage range of up to 2000V. Initially, the paper serves as a dielectric medium between the two metal Sheets. These capacitors range in size from 300 PF 10 4µF and have a working voltage of 600 volts.
230V
500V
750V
600V
2857. একটি Chopper সার্কিট মূলত-
ডিসি থেকে এসি কনভার্টার
এসি থেকে ডিসি কনভার্টার।
ডিসি থেকে ডিসি কনভার্টার
কোনোটিই নয়
2858. এফসিসি স্ট্রাকচারে স্লিপ সিস্টেমের সংখ্যা হয়-
Face centered cubic (FCC) crystals have 12 slip systems.
3
6
12
18
2859. এলইডি-এর ভোল্টেজ ড্রপ সাধারণত-
ব্যাখ্যাঃ LED ফরওয়ার্ড ভোল্টেজের মান 1.2V হতে 2.5V পর্যন্ত। LED Colour Voltage drop 20(mA) RED 1.8V Orange 2V Yellow 2.3V Green 3.5V Blue 3.6V White 4V
1V
2.5V
2V
3V
2860. এলইডি থেকে লাল অথবা হলুদ আলো পাওয়া যায়, যদি তা তৈরি হয়-
ব‍্যাখ্যা: GaP দ্বারা তৈরি LED থেকে লাল, সবুজ এবং হলুদ আলো পাওয়া যায়। GaAs→ ইনফ্রারেড GaAs P→ লাল এবং কমলা।
GaAs দ্বারা
Ge দ্বারা
GaP দ্বারা
GaAs P দ্বারা