2837. SCR চালু রাখতে কমপক্ষে যে পরিমাণ বিদ্যুৎপ্রবাহ প্রয়োজন হয়, তাকে কারেন্ট বলে---
ব্যাখ্যা: SCR চালু করতে যে কারেন্ট প্রবাহ প্রয়োজন, তাকে গেইট ট্রিগার কারেন্ট বলে। SCR-এর Forward অবস্থা বজায় রাখার জন্য যে কারেন্ট প্রয়োজন হয়, তাকে হোল্ডিং কারেন্ট বলে। গেইট পালস্ সরিয়ে নেয়ার পর SCR-কে অন রাখতে যে কারেন্ট প্রয়োজন, তাকে Latching কারেন্ট বলে।