Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
2601. রেজিস্টরের চতুর্থ ব্যান্ডে কোনো কালার না থাকলে বুঝায়-
±10% টলারেন্স
±20% টলারেন্স
শূন্য টলারেন্স
অসীম টলারেন্স
2602. ডেসিমেল নাম্বার পদ্ধতিতে সর্বোচ্চ সংখ্যা কোনটি?
ডেসিমেল নাম্বার হলো ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। এখানে সর্বোচ্চ সংখ্যা হলো ৯।
১০
০.১
০.০১
2605. নিচের কোনটি বহুল ব্যবহৃত ফটোকন্ডাকটিভ সেমিকন্ডাক্টর?
সোডিয়াম সালফাইড
ক্যাডমিয়াম সালফাইড
অ্যালুমিনিয়াম সালফাইড
সোডিয়াম সেলিনাইড
2606. ৮৫ সংখ্যাটিকে বাইনারি পদ্ধতিতে কত লেখা যাবে?
(১০১০১০১)২
(১০০১১০১)২
(১১০০১০১)২
(১০০১০১১)২
2607. ট্রানজিস্টরের কারেন্ট গেইন এর ক্ষেত্রে কোন সম্পর্কটি সত্য?
α = β/(1 + β)
α = (1 + β)/β
α = γ/(1 + γ)
α = (1 + γ)/Y
2608. ডাটা ট্রান্সমিশন স্পিডের ক্ষুদ্রতম একক কী?
বিট (Bit) হলো ডাটার ক্ষুদ্রতম একক। সময়ের সাথে স্পিডের সম্পর্কের কারণে বিট পার সেকেন্ড (bps)-কে ডাটা ট্রান্সমিশন স্পিডের ক্ষুদ্রতম একক হিসেবে চিহ্নিত করা হয়।
Mbps
bps
kbps
gbps
2609. 'UP'S'-এর ব্যাকআপ সময় যার উপর নির্ভরশীল তা হলো-
লোড
ব্যাটারির অ্যাম্পিয়ার আওয়ার
ব্যাটারির চার্জের অবস্থা
সব কয়টিই
2610. নিচের কোনটি অ্যানালগ ডাটা?
অ্যানালগ ডাটা ভগ্নাংশ আকারে বেশি পাওয়া যায়।
অন ও অফ অবস্থা
০ ও ১
০ ভোল্ট ও ৫ ভোল্ট
১.৫, ৩.২, ৪ এবং ৫ ভোল্ট
2613. বাইনারি নম্বর পদ্ধতিতে সর্বোচ্চ সংখ্যা কোনটি?
বাইনারি নাম্বার হলো ১ এবং ০। এখানে ১ হলো সর্বোচ্চ সংখ্যা।
০.১
০.২
2614. প্রসেসরে যখন একটি প্রসিডিউর এক্সিকিউট হয় তখন সাধারণত নিম্নের কোনটি ঘটে? 1. Program counter is updated 2. Stack pointer is updated 3. Data cache is flushed to avoid aliasing
1 only
2 only
1 and 2 only
2 and 3 only
2615. একটি Common emitter amplifier-এর current gain-
1 এর চেয়ে কম
যথেষ্ট বেশি
5 এর চেয়ে কম
কোনোটাই সত্য নয়
2616. বাইনারি পদ্ধতিতে ব্যবহৃত মোট অংক বা ডিজিট কয়টি?
বাইনারি পদ্ধতিতে ব্যবহৃত মোট অংক ২টি = 0, 1
১০
অসংখ্য
2617. দৃশ্যমান বাতির তরঙ্গদৈর্ঘ্য কত?
৩০০-৩১০ nm
৫০০-৫১০ nm
৪০০-৪১০ nm
৬০০-৬১০ nm
2618. একটি Common emitter বর্তনীতে লোড লাগানো হয়-
collector সার্কিটে
Base সার্কিটে
Emitter সার্কিটে
কোনোটিই নয়
2620. কম্পিউটার সাধারণত কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে। কাজ করে?
দশমিক
বাইনারি
অকটাল
হেক্সাডেসিমাল