Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
361. একটি টারবো অল্টারনেটরের ইফিসিয়েন্সি তার স্পিড বাড়ার সাথে সাথে-
ব্যাখ্যা: টারবো অল্টারনেটরে ইফিসিয়েন্সি তার স্পিড-এর উপর নির্ভর করে। অর্থাৎ স্পিড বাড়লে ইফিসিয়েন্সি বাড়বে, স্পিড কমলে ইফিসিয়েন্সি কমবে।
কমতে থাকে
অপরিবর্তিত থাকে
বাড়তে থাকে
কোনোটিই নয়
362. একটি অল্টারনেটরে সিনক্রোনাস রিয়‍্যাক্ট্যান্স দেখা দেয়--
ব্যাখ্যা: আর্মেচার রিয়‍্যাকশনের কারণে অল্টারনেটরে সিনক্রোনাস রিয়‍্যাকট্যান্স উৎপন্ন হয়।
লিকেজ ফ্লাক্সের কারণে
ডি.সি. ফিল্ড এক্সাইটেশনের কারণে
আর্মেচার রিয়‍্যাকশনের কারণে
উপরের সব ক'টির কারণে
363. যখন একটি অল্টারনেটরে লোড বৃদ্ধি পেতে থাকে, তখন এর টার্মিনাল ভোল্টেজও বৃদ্ধি পেতে থাকে, যদি পাওয়ার ফ্যাক্টর হয়-
ব্যাখ্যা: লিডিং পাওয়ার ফ্যাক্টরে অল্টারনেটরের টার্মিনাল ভোল্টেজ বৃদ্ধি পায় ফলে ভোল্টেজ রেগুলেশন নেগেটিভ হয়।
জিরো
লিডিং
ল্যাগিং
ইউনিটি
364. একটি অল্টারনেটরের আর্মেচার রিয়‍্যাকশনের প্রভাব সর্বনিম্ন হয় কোন পাওয়ার ফ্যাক্টরে?
ব্যাখ্যা: ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে আর্মেচার রিয়‍্যাকশন সর্বনিম্ন হয়।
0.866 ল্যাগিং
0.866 লিডিং
0.5 ল্যাগিং
ইউনিটি
365. একটি VCR-এর Recording mode-এ ব্যবহৃত মোটরটি হচ্ছে-
VCR-এর Recording mode & Brushless DC Serv Motor অথবা Drum Motor ব্যবহার করা হয়।
একটি DC মোটর
একটি DC servo মোটর
একটি AC servo মোটর
একটি Induction মোটর
366. একটি অল্টারনেটর কর্তৃক উৎপাদিত ইএমএফ-এর পরিমাণ নির্ভর করে-
ব্যাখ্যা: অল্টারনেটরের ইএমএফ নির্ভর করে- (i) প্রতি ফেজের ফ্লাক্স: (ii) প্রতি ফেজের টার্নসংখ্যা। (iii) আর্মেচার ওয়াইন্ডিং-এর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। (iv) ফ্রিকুয়েন্সি; (v) পিচ ফ্যাক্টর।
পোলের সংখ্যার উপর
রোটর স্পিডের উপর
প্রতি পোল ফ্লাক্সের উপর
উপরের সব ক'টির উপর
367. যদি একটি অল্টারনেটরের ল্যাগিং লোড পাওয়ার ফ্যাক্টর কমে যায়, তবে আর্মেচার রিয়‍্যাকশনের ডি- ম্যাগনেটাইজিং প্রভাবও-
ব্যাখ্যা: একটি অল্টারনেটরের ল্যাগিং লোডে পাওয়ার ফ্যাক্টর কমে যায়, তবে আর্মেচার রিয়্যাকশনের ডি-ম্যাগনেটাইজিং প্রভাবও বাড়তে থাকে।
একই থাকে
কমতে থাকে
বাড়তে থাকে
কোনোটিই নয়
368. একটি TV receiver-কে নিম্নোক্তভাবে ব্যবহার করা যেতে পারে-
TV receiver মূলত একটি Receiving Antenna এটTV center হতে প্রেরীত Andlig এবং Video সিগন্যালকে এহণ করে।
শুধুমাত্র TV station থেকে broadcast করা video এবং audio signal গ্রহণ করতে পারবে
একটি PC monitor এর বিকল্প হিসাবে
VCR TV receiver এর সাথে connect করা যাবে
উপরের সব কয়টিই
369. Medium wave বেতার বার্তা নিম্নোক্ত Frequency-তে Broadcast হয়-
Brez Medium Frequency (MF) ব্যান্ডের সীমা 300%H: থেকে 3MH:। বেতার বার্তা সাধারণত এই ব্যান্ডে সম্প্রচার করা হয়।
UHF band
HF band
VHF band
MF band
370. ৪-পোল বিশিষ্ট একটি অল্টারনেটর 900 rpm-এ ঘুরলে। উৎপাদিত ই.এম.এফ.-এর ফ্রিকুয়েন্সি হবে-
50Hz
60Hz
100Hz
120Hz
372. একটি অল্টারনেটরের ফুল লোড ইফিসিয়েন্সি মেশিনের আকারের সাথে সাথে-
ব্যাখ্যা: অল্টারনেটরের সাইজ kVA ruting-এর উপর নির্ভর করে। AVA rating যত বড় হবে সাইজ তত বড় হবে। আর মেশিনের আকার যত বড় হবে তার ইফিসিয়েন্সি তত বেশি হবে।
বাড়তে থাকে
কমতে থাকে
অপরিবর্তিত থাকে
কোনোটিই নয়
373. একটি Radio receiver-এর মৌলিক Building block-গুলো ধারাবাহিক নিম্নরূপ-
অ্যান্টেনা প্রেরিত রেডিও-ফ্রিকুয়েন্সি গ্রহণ করে রেডিও আমপ্লিফায়ারে প্রদান করে। উক্ত স্টেজে গৃহীত সিগন্যালটি বিবর্ষিত হয়ে ডিমডুলেটরে গমন করে। ডিমডুলেটর R সিগন্যাল হতে ক্যারিয়ার সিগন্যালকে পৃথক করে অডিও সিগন্যালটিকে আলাদা করে অডিও আমপ্লিফায়ারের সাহায্যে বিবর্ধিত করে স্পিকারে প্রদান করে।
ও অ্যান্টেনা রেডিও অ্যামপ্লিফায়ার ডিমডুলেটর-অডিও অ্যামপ্লিফায়ার-স্পিকার
ও অ্যান্টেনা-ডিটেক্টর-স্পিকার
ও অ্যান্টেনা-রেডিও অ্যামপ্লিফায়ার-স্পিকার
অ্যান্টেনা-অ্যামপ্লিফায়ার-ডিমডুলেটর-স্পিকার
375. প্রতি সেকেন্ডে 50 সাইকেল উৎপাদনের জন্য 6-পোলের একটি অল্টারনেটরকে কত গতিতে ঘুরতে হবে?
500 rpm
1000 rpm
1200 rpm
1500 rpm
376. Superheterodyne radio receiver গৃহীত যে-কোনো Radio signal-এর Frequency-কে-
Superheterodyne Radio Receiver-4 গৃহীত সিগন্যালকে Local oscillator frequency-তে রূপান্তরিত করে। পরবর্তীতে উক্ত সিগন্যাল এবং রেডিও সিগন্যালের পার্থক্য হতে ।। সিগন্যাল ফ্রিকুয়েন্সি উৎপন্ন হয়।
একটি Local oscillator frequency-তে রূপান্তরিত করে
একটি Fixed frequency-তে রূপান্তরিত করে
একটি Audio frequency-তে রূপান্তরিত করে
একটি Modulating frequency-তে রূপান্তরিত করে
377. একটি টারবো অল্টারনেটরের রোটর সিলিন্ড্রিক্যালভাবে তৈরি করা হয়, কারণ-
ব‍্যাখ্যা: উইতেজ লস কমানোর জন্য টারবো অল্টারনেটরের রোটর সিলিন্ড্রিাক্যালভাবে তৈরি করা হয়।
এডি কারেন্ট লস হ্রাস করার জন্য
হিস্টেরেসিস লস কমানোর জন্য
কপার লস কমানোর জন্য।
উইন্ডেজ লস কমানোর জন্য
378. একটি রেডিও রিসিভারের IF signal frequency-of সচরাচর মান হচ্ছে-
IF সিগন্যাল termelon Frogarmy বিপনলে। রেডিও সিগন্যাল এবং Local -এর সিগন্যাল পার্থক্য হতে IF সিগন্যাল উৎপন্ন হয়, যার মান 456KHz-এর কাছাকাছি।
546kHz
545kHz
456kHz
645kHz
380. একই পাওয়ার রেটিং-এর জন্য একটি অল্টারনেটরের আকার একটি ডি.সি. জেনারেটরের আকারের-
ব্যাখ্যা: একই পাওয়ার রেটিং-এর জন্য একটি সল্টারনেটরের আকার একটি ডিসি জেনারেটরের আকারের চেয়ে ছোট হয়।
সমান
চেয়ে বড় হয়
চেয়ে ছোট হয়
কোনোটিই নয়