373. একটি Radio receiver-এর মৌলিক Building block-গুলো ধারাবাহিক নিম্নরূপ-
অ্যান্টেনা প্রেরিত রেডিও-ফ্রিকুয়েন্সি গ্রহণ করে রেডিও আমপ্লিফায়ারে প্রদান করে। উক্ত স্টেজে গৃহীত সিগন্যালটি বিবর্ষিত হয়ে ডিমডুলেটরে গমন করে। ডিমডুলেটর R সিগন্যাল হতে ক্যারিয়ার সিগন্যালকে পৃথক করে অডিও সিগন্যালটিকে আলাদা করে অডিও আমপ্লিফায়ারের সাহায্যে বিবর্ধিত করে স্পিকারে প্রদান করে।
ও অ্যান্টেনা রেডিও অ্যামপ্লিফায়ার ডিমডুলেটর-অডিও অ্যামপ্লিফায়ার-স্পিকার
376. Superheterodyne radio receiver গৃহীত যে-কোনো Radio signal-এর Frequency-কে-
Superheterodyne Radio Receiver-4 গৃহীত সিগন্যালকে Local oscillator frequency-তে রূপান্তরিত করে। পরবর্তীতে উক্ত সিগন্যাল এবং রেডিও সিগন্যালের পার্থক্য হতে ।। সিগন্যাল ফ্রিকুয়েন্সি উৎপন্ন হয়।