829. www (world wide web)-এর জনক কে?
টিম বার্নার্স-লি পেশায় একজন ব্রিটিশ পদার্থবিদ, কম্পিউটার বিজ্ঞানী, MIT অধ্যাপক, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়ামের পরিচালক। বিল গেটস মার্কিন ধনকুবের ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। স্টিভ জবস একজন আমেরিকান উদ্ভাবক, ডিজাইনার এবং অ্যাপল কম্পিউটারের সহ-উদ্যোক্তা, সিইও ও চেয়ারম্যান। জেফ বেজোস অ্যামাজনের প্রতিষ্ঠাতা।