91. লোহার পাইপ তৈরি করা হয় কোন প্রক্রিয়ায়?
ব্যাখ্যা: ডাই কাস্টিং (Die casting): এ পদ্ধতিতে স্থায়ী ধাতব মোল্ডের ভিতর উচ্চ চাপের (সর্বোচ্চ 300 kg/cm²) সাহায্যে গলিত ধাতু ঢালাই করা হয়। স্পিডোমিটার, উইন্ডশিল্ড ওয়াইপার, হর্ন পার্টস, কার্বুরেটর ইত্যাদি দ্রব্য উৎপাদনে ব্যবহার করা হয়। এ ছাড়াও ঘড়ি ও স্বর্ণালঙ্কার শিল্পে ব্যবহার করা হয়। স্লাশ কাস্টিং (Slush casting): এটি স্থায়ী মোল্ড পদ্ধতি। কোর ছাড়া ফাঁপা অংশে ঢালাই করতে এ পদ্ধতি ব্যবহৃত হয়। গলিত ধাতু ঢালাইয়ের পর প্রথমে এর বাহিরের তল কিছু গভীরতা পর্যন্ত ঠান্ডা হওয়ার পর মোল্ডকে উল্টিয়ে দেওয়া হয়। ফলে মাঝের গলিত অংশ নিচে পড়ে মাঝের ফাঁপা অংশ তৈরি করে। সিসা, টিন, জিংক প্রভৃতি অলৌহজাত ধাতুর সংকরের খেলনা, পুতুল ও গহনাজাতীয় কাজ করতে এ পদ্ধতি ব্যবহার করা হয়। সেন্ট্রিফিউগ্যাল কাস্টিং (Centrifugal casting): উচ্চ গতিতে ঘূর্ণায়মান (1500 rpm) মোল্ডের ভিতর গলিত ধাতু ঢেলে দিয়ে কাস্টিং করা হয়। আবর্তনের ফলে ক্রিয়াশীল কেন্দ্রবিমুখী বল ধাতুকে সঠিক স্থানে স্থাপন করে। লোহার পাইপ, ব্যারেল, স্লিভ, বেলনাকৃতি প্রতিসাম্য আকারের ঢালাই বস্তু উৎপাদনে এ পদ্ধতি ব্যবহার হয়।