Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
101. যে পরিমাণ ভোল্ট বহিঃবর্তনীতে কোনো কাজে আসে না। তাকে কী বলা হয়?
ব্যাখ্যাঃ যে পরিমাণ ভোল্টেজ বর্তনীতে কাজ করে না, তাকে নষ্ট ভোল্ট বলে।
অভ্যন্তরীণ রোধ
নষ্ট ভোল্ট
প্রাঙ্কীয় ভোল্টেজ
বিভব পার্থক্য
102. দুটি কোষের তড়িচ্চালক বল পরিমাপে নিচের কোন যন্ত্রটি ব্যবহার করা হয়?
ব্যাখ্যা: দুটি কোষের তড়িচ্চালক বল পরিমাপে ভোল্টমিটার ব্যবহৃত হয়।
গ্যালভানোমিটার
ভোল্টমিটার
পোটেনশিওমিটার
হুইটস্টোনব্রীজ
103. একটি কোষের তড়িচ্চালক শক্তি 1.5V এবং অভ্যন্তরীণ রোধ 2Ω। এর প্রান্তদ্বয় 10Ω রোধের সাথে যুক্ত থাকলে কতটুকু তড়িৎ প্রবাহিত হবে?
0.225 A
0.125 A
40.8 A
8A
104. এক জুল সমান =?
ব্যাখ্যা: Joule is a unit of work or energy equal to the work done by a force of 1 newton acting through a distance of 1 meter.
1N-m
1kg-mN
10N-m/s
10kg
105. চৌম্বক ক্ষেত্রে কারেন্ট বহনকারী পরিবাহীর উপর ক্রিয়াশীল বল নির্ভর করে-
ব্যাখ্যা: কোনো চৌম্বক ক্ষেত্রে অবস্থিত কোনো তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট বলরেখা বা আবেশ রেখার সংখ্যাকে চৌম্বক ফ্লাক্স বলে। একে এ দ্বারা প্রকাশ করা হয়।
ফ্লাক্সের উপর
কারেন্টের উপর
তারের দৈর্ঘ্যের উপর
সবকটির উপর
106. উচ্চ রোধ (Resistance) পরিমাপের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয়, তা-
ব্যাখ্যা: নিম্নলিখিত পদ্ধতিতে হাই রেজিস্ট্যান্স পরিমাপ করা হয়, যথা- (i) Prices Guard-Wire Method or Direct Deflection Method (ii) Loss of Charge Method. (iii) Mega Ohm Bridge Method (iv) Megger Method.
হুইটস্টোন ব্রিজ
মেগার
থার্মোকাপল
কোনোটিই নয়