ব্যাখ্যা: অতিরিক্ত সিমেন্ট দিয়ে প্লাস্টারকৃত দেওয়ালের নিম্ন অংশকে ড্যাভো বলে। এটি প্লাস্টারকে অধিকতর প্রতিরোধী ক্ষমতাসম্পন্ন করে তোলে। এটি মেঝে বা দেওয়ালের থেকে পানি শোষণ রোধের জন্য ব্যবহৃত হয়।
ব্যাখ্যা: প্লাক্কলন/এস্টিমেটিং: সাধারণত কোনো কাঠামো নির্মাণের বিভিন্ন অংশ, বিভিন্ন সামগ্রী ও শ্রমশক্তি নিয়োগ, গুণগত, মানসম্মত এবং বাজার দরের সম্ভাব্য মূল্য নির্ণয় ও তথ্য সরবরাহ করাকেই প্রাক্কলন/এস্টিমেটিং বলে।
213. প্লাস্টারের কাজে কত বর্গমিটার পর্যন্ত ফাঁকা জায়গা বাদ দেওয়া হয় না?
ব্যাখ্যা:
আন্তর/প্লাস্টার কাজের জন্য-
(i) 0.5m² পর্যন্ত ফাঁকা অংশ বাদ দেওয়া যাবে না।
(ii) 0.5m² হতে 3m² পর্যন্ত ফাঁকা অংশের উভয় পাশে আস্তর করা হলে এক পাশের মাপ বাদ দেওয়া হয়। এবং Jamb Sill-এর জন্য অপর পাশ ধরা হয়।
(iii) 3m²-এর অধিক ফাঁকা হলে আস্তরের জন্য সম্পূর্ণটাই বাদ দেওয়া হয় কিন্তু Jamb এবং Sill আলাদাভাবে যোগ করতে হয়।