283. আমাদের দেশে অগভীর নলকূপকে নিচের কোন পদ্ধতিতে খনন করে স্থাপন করা হয়?
ব্যাখ্যা: আমাদের দেশে অগভীর নলকূপ বসানোর জনপ্রিয় পদ্ধতি
হলো- ঢেঁকি পদ্ধতি-
গভীর নলকূপ স্থাপনের জনপ্রিয় পদ্ধতি হলো:
(i) পানি জেট পদ্ধতি (Water jet method):
(ii) আবর্তন খনন পদ্ধতি (Rotary drilling method)
288. পুকুরে মাটি কাটার মধ্য প্রস্থচ্ছেদ-এর সূত্র কোনটি?
ব্যাখ্যা: পুকুরের মাটি কাটার মধ্য প্রস্থচ্ছেদ
সূত্র: (L-sd) (B-sd) xd
যেখানে- L= পুকুরের উপরিভাগের দৈর্ঘ্য
B = পুকুরের উপরিভাগের গ্রন্থ
s = পুকুরের পার্শ্বচাল
d = পুকুরের গভীরতা
291. কোন ধরনের মাটি পুকুরে পানি ধারণের জন্য সবচেয়ে উপযোগী?
ব্যাখ্যা: উপর্যুক্ত অপশনগুলোর মধ্যে সবচেয়ে সূক্ষ্মদানার এবং অপ্রবেশ্য স্তরের সৃষ্টি করে Clay, তাই পুকুরের পানি ধারণের জন্য সবচেয়ে উপযোগী মাটি হলো Clay বা কাদামাটি।
ব্যাখ্যা: Water cement ration =wt. of cement/ wt. of content
0.8= wt. of water/ 112
[Maximum water-cement ratio for durable concrete =0.8]
wt. of water = 0.8×112 LIB
=89.6 LB
=8.96 gallon [1 gallon = 10LB]
= 9 gallon (Ans.)