253. যে ওয়াল নিজস্ব অবস্থানে স্থির থেকে অথবা অন্য কোনো পদার্থের পার্শ্বচাপ প্রতিরোধ করে, তাকে বলে-
ব্যাখ্যা: যে Wall নিজস্ব অবস্থানে স্থির থেকে অথবা অন্য কোনো পদার্থের (মাটি, পানি ইত্যাদি) পার্শ্বচাপ প্রতিরোধ করে, তাকে রিটেইনিং ওয়াল বলে। রিটেইনিং ওয়াল তিন প্রকার, যথা-
(i) বসভিটি রিটেইনিং ওয়াল: নিজস্ব ওজন দ্বারা পার্শ্ব চাপ প্রতিহত করে।
(ii) ক্যান্টিলিভার রিটেইনিং ওয়াল: এ ওয়ালের উচ্চতা 6m-7m পর্যন্ত হয়।
(iii) কাউন্টার ফোর্ট রিটেইনিং ওয়াল : ওয়ালের উচ্চতা 6m-এর বেশি হয়ে থাকে।