377. পর্যাপ্ত আলো পাওয়ার জন্য দরজা, জানালার উপরে একটি অংশ কাচ দ্বারা নির্মাণ করা হয়, একে বলে-
ব্যাখ্যা:সানলাইটঃ দালানে পর্যাপ্ত আলো পাওয়ার জন্য সিড়িঘরে যে জানলা রাখা হয়, তাই হলো সানলাইট। এটি কাচ দিয়ে নির্মিত হয়।
ফ্যানলাইটঃ দরজা, জানলার উপরে যে ফোঁকর রাখা হয় তা হলো ফ্যানলাইট।
ভেন্টিলেটর: ছাদ লেভেল এর 30cm-50cm নিচে স্থাপিত ছোট জানলাকে ভেন্টিলেটর বলা হয়।
স্কাইলাইটঃ ঢালু ছাদ দিয়ে আলো প্রবেশ করার জন্য ঢালু ছাদ থেকে উপরের দিকে উঁচুতে চৌচালা ঘরের মতো এবং ঢালু ছাদের সমান্তরালে স্কাইলাইট ব্যবহৃত হয়।