ভিত্তি প্রদানের উদ্দেশ্য-
(i) লোভের তীব্রতা হ্রাস করা
(ii) লোভের সুষম বণ্টন
(iii) কাঠামোকে সমতল পৃষ্ঠ প্রদানের জন্য
(iv) কাঠামোর স্থায়িত্বতা প্রদান
(v) মাটির সরণ প্রতিরোধের জন্য।
ব্যাখ্যা: প্রজেক্ট-এর উদ্দেশ্য তিনটি:
(১) নির্দিষ্ট সময়ে প্রজেক্ট সমাপ্ত করা।
(ii) স্বল্প মূলধনের সাহায্যে প্রজেক্ট সম্পন্ন করা।
(iii) কালক্ষেপণ ছাড়া মিতব্যয়িতার সাথে গ্রহণযোগ্য জনশক্তি
ও নির্মাণসামগ্রী দ্বারা প্রজেক্ট সম্পন্ন করা।