268. কোনটি স্প্রেড ফুটিং নয়?
অফসেট ফুটিং, ওয়াল ফুটিং, আর সিসি ফুটিং, স্টাপ ফুটিং সমূহের বেজকে ধাপে ধাপে চওড়া করে কাঠামোর ভর বৃহত্তর এলাকায় ছড়িয়ে দেয় যা স্প্রেড ফুটিং-এর অন্তর্ভুক্ত।ম্যাট বা র্যাফট ফুটিং কম্বাইন্ড ফুটিং, যা কাঠামোর নিম্নস্থ সমস্ত ক্ষেত্রেফলকে আবৃত করে কাঠামোর সব দেওয়াল বা কলামকে একযোগে সাপোর্ট প্রদান করে, তাকে র্যাফট ফুটিং বলে।