299. ব্রিজ Abutment-এর উভয় প্রান্তের মাটি ধরে রাখার জন্য যে Wall দেওয়া হয়, তাকে বলা হয়
উইং ওয়াল: এবাটমেন্টের পেছনের ভরাট করা মাটি আটকে রাখার জন্য যে দেয়াল বা কাঠামো নির্মাণ করা হয়, তাক উইং ওয়াল বা পাখনা দেওয়াল বলে। Breast Wall: ব্রিজের সার্ভারকে বা টি বিমকে বসানোর জন্য যে ওয়াল নির্মাণ করা হয়, তাকে বেস্ট ওয়াল বলে।