উপযুক্ত স্থানে স্থাপিত ফ্যাক্টরি বা ব্যাকিং প্লান্টে প্রস্তুতকৃত কংক্রিট রেডি-মিক্স কংক্রিট। ট্রাক মাউন্টেড-ই ট্রানজিট মিক্সচার এর মাধ্যমে কার্যস্থানে কংক্রিট পাঠানো হয়। রেডি মিক্স কংক্রিট তৈরির সময় পর্যাপ্ত পরিমাণ পানি দেয়া হয়, যাতে করে কংক্রিটের মিশ্রণ সহজে শুকিয়ে না যায়। দীর্ঘ সময় ধরে ব্যবহার করা হয় বিধায় এর Slump বা নতি
বেশি রাখা হয়।
225. কংক্রিটের কার্যোপযোগিতা নির্ণয় করার পরীক্ষার নাম-
Slump test বা নতি পরীক্ষা দ্বারা কংক্রিটের কার্যোপযোগিতা নির্ণয় করা হয়। Slump test-এর মাধ্যমে কংক্রিটের নতি কত তা জানা যায়। আর নতির মান দেখে কংক্রিটের কার্যোপযোগিতার মাত্রা নির্ণয় করা যায়।
228. কংক্রিটের কার্যোপযোগিতা সরাসরি সমানুপাতিক হবে-
কংক্রিটের কার্যোপযোগিতা নির্ণয় করা হয় পানি- সিমেন্ট অনুপাতের মাধ্যমে। পানি-সিমেন্টের অনুপাত বেশি হলে কার্যোপযোগিতা কম হয় এবং অনুপাত কম হলে কংক্রিটের শক্তি বেশি হয়।
231. প্রিস্ট্রেসিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, স্ট্রেসের কমতি হওয়ার কারণ হতে পারে-
কাঠামোর মূল অংশে বিস্ট্রেসড পরিবর্তন করার পদ্ধতিকে। জিস্ট্রেসিং বলে। আর প্রিস্ট্রেসিং করার পর যদি কংক্রিটে সংকোচন, ইলাস্টিক খাটো হয় অথবা, কংক্রিটে যদি ক্রিপ হয় তাহলে কংক্রিটের স্ট্রেস কমতে থাকে।
235. Concrete placing এবং compacting-এর সময় উপরিভাগে পানি উঠে গেলে তাকে কী বলে?
কংক্রিট মিশ্রণে পানির পরিমাণ বেশি হলে কংক্রিট স্থাপনের সময় এর উপর পানি ভেসে উঠে, একে ব্লিডিং বলে। কংক্রিট নিচে দেবে যায় এবং পানি পৃষ্ঠতল বরাবর ভেসে উঠে।
238. Concrete casting-এর পর moist রাখার প্রক্রিয়াকে কী বলে?
ঢালায়ের পরদিন থেকে কিছুদিন পর্যন্ত কংক্রিটকে সর্বদা ভিজিয়ে রাখতে হয়, একে কিউরিং বলে। অর্থাৎ, ঢালাইকৃত কংক্রিটের আর্দ্রতা বজায় রাখার প্রক্রিয়াকে পানি খাওয়ানো বা কিউরিং করা বলে।
কোনাকৃতি এগ্রিগেট মধ্যে প্রায় ৪০-৪১% ভয়েড থাকে। পানির পরিমাণ বেশি লাগে, ফলে ওয়াটার সিমেন্ট রেশিও-এর মান কম হয়। উত্তম বন্ধন সৃষ্টি হয় এবং উচ্চ শক্তিসম্পন্ন কংক্রিট পাওয়া যায়।
240. পরিবহনের সময় Coarse aggregate যদি Mortar থেকে আলাদা হয়, তখন তাকে কী বলে?
খোয়া থেকে সিমেন্ট বালুর মিশ্রণ পৃথক হওয়াকে সেগ্রিগেশন বলে। আর সদ্য মিশ্রিত কংক্রিট হতে পানি উপর দিকে উঠে আসা বা কংক্রিটের উপর দিয়ে গড়িয়ে পড়াকে Bleeding বলে।