161. পূর্বনির্মিত কাঠামোর বুনিয়াদের গভীরতা ও প্রস্থ বাড়ানোর জন্য করা হয়-
বিদ্যমান ভিতের নিচে যে ভিত দেওয়া হয় বা বিদ্যমান ভিতের শক্তি বৃদ্ধির জন্য যে ভিত দেওয়া হয়, তাকে আন্ডার পাইনিং বলে। বিদ্যমান ভিতের শক্তি বৃদ্ধি করতে আন্ডার পাইনিং দেওয়া হয়।
সাধারণত ১ দিনে কিউরিং-এর জন্য কংক্রিটের ১৬% কম্প্রেসিভ স্ট্রেন্থ, ৩ দিনের মধ্যে ৪০%, ৭ দিনের মধ্যে ৬৫%, ১৪ দিনের মধ্যে ৯০% এবং ২৮ দিনে ৯৯% কম্প্রেসিভ স্ট্রেন্থ পাওয়া যায়।