অ্যাগ্রিগেটের মধ্যে দীর্ঘায়িত এবং ফ্লাকিং কণাগুলো শতকরা ১০ থেকে ১৫ ভাগের বেশি হওয়া উচিত হয়। যদি এর মধ্যে মোট দৈর্ঘ্যের সমান 3 গুণ গড় সাইজ হয় তবে তাকে ফ্লাকিং বলে।
203. Aggregate-এর Bulk density কার উপর নির্ভর করে?
Aggregate-এর bulk density-এর মানের উপর Aggregate-এর ঘনত্বের পরিমাণ জানা যায়। Bulk density-এর মান যত বেশি হবে Aggregate-এর ঘনত্ব তত বেশি হবে। এটি কংক্রিটের আকার, বিন্যাস এবং কম্প্যাকশনের উপর নির্ভর করে।
208. নির্মাণ এলাকা শুষ্ক রাখার জন্য নির্মাণ করা হয়-
কফার ড্যাম হলো এক ধরনের অস্থায়ী বেষ্টনী, যা নদী, হ্রদ ইত্যাদি এলাকায় নির্মাণ কাজ চলাকালে পানি প্রবেশে বাধা দান করে। নির্মাণ এলাকা শুষ্ক রাখার জন্য নির্মাণ এলাকায় কফার ড্যাম স্থাপন করে পানি নিষ্কাশন করা যায়।
Critical path method হলো এক ধরনের নেটওয়ার্ক টেকনিক, যা প্রকল্পের বিভিন্ন কাজগুলো বিশ্লেষণপূর্বক এক একটি গ্রুপে বিভক্ত করা হয়। এজন্য Critical path- সবকিছু সবসময় দীর্ঘ হয়।
(DPC) Damp Proof Course. DPC বলতে বুঝায় আর্দ্রতা প্রতিরোধক স্তর। দেয়ালের বাইরে থেকে যেন আর্দ্রতা ভিতরে প্রবেশ করতে না পারে সেজন্য DPC প্রদান করা হয়। DPC সাধারণ ভবনের প্রিন্থ লেভেলে প্রদান করা হয় যাতে আর্দ্রতা দেয়ালের গা বেয়ে উপরের দিকে উঠতে না পারে।
212. ইটের কোন ধরনের গাঁথুনি সর্বোচ্চ লোড নিতে পারে?
ইটের গাঁথুনিতে ইংলিশ বন্ড সর্বোচ্চ লোড নিতে পারে। ইংলিশ বন্ডের ক্ষেত্রে একস্তর স্ট্রেচার এবং অপর স্তর হেডার গাঁথুনি হবে। কোনো কোর্সে বা স্তরে হেডার ও স্ট্রেচার পাশাপাশি বসে না। এজন্য সর্বোচ্চ লোড নিতে পারে।
216. ইটের গাঁথুনির কাজে দুটি ইটের মাঝের জয়েন্টের দূরত্ব দেয়া হয়-
ইটের গাঁথুনির কাজে দুই ইটের মধ্যে যাতে মসলা ভালোভাবে প্রবেশ করানো যায় এবং দুই ইটের মধ্যে যাতে বন্ধনশক্তি বেশি হয় সে কারণে 12mm ফাঁকা রাখতে হয়। এর কম বা বেশি হলে বন্ধন দুর্বল হয়।
কংক্রিটের তাপমাত্রা যদি ১০০৭ বা ৩৮৭ এর বেশি হয় তবে এটির শক্তি কমে যায়। উচ্চ তাপে হাইড্রেশন ও ঘনীভূত তাড়াতাড়ি হয় ফলে শক্তি কমে যায়। অত্যধিক তাপে সংকোচন বৃদ্ধির আশঙ্কা এত বেশি যে কংক্রিট ফেটেও যেতে পারে।
218. Slump test দ্বারা Concrete-এর কোন property যাচাই করা হয়?
কংক্রিট মিশ্রণ এমন নরম হওয়া উচিত, যাতে একে সহজে নাড়াচাড়া ও ফর্মের মধ্যে ঢালাই করা যায়। কংক্রিট মিশ্রণের এই গুণকে বলে কার্যোপযোগিতা। আর কংক্রিটের এই কার্যোপযোগিতা (Workability) slump test-এর মাধ্যমে যাচাই করা হয়।
Concrete-এর Workability নিম্নের বিষয়গুলোর উপর নির্ভরশীল-
(i) মিশ্রণে পানির পরিমাণ
(ii) পানি সিমেন্টের অনুপাত
(iii) অ্যাগ্রিগেট সিমেন্টের অনুপাত (iv) সঠিক গ্রেডিং
(v) সিমেন্টের পরিমাণ বৃদ্ধি করে।