DPC হচ্ছে ড্যাম গ্রুপ কোর্স। ফ্লোরে ডিপিসি প্রদান করা হয়, যাতে আবহাওয়াজনিত কারণে ফ্লোর স্যাঁতসেঁতে না হয়। আর্দ্রতা প্রতিরোধের জন্য মূলত ডিপিসি প্রদান করা হয়।
Concrete স্ট্রাকচারের সঠিক আকার প্রদান ও সঠিক জায়গায়। ধরে রাখার জন্য যে অস্থায়ী কাঠামো নির্মাণ করা হয়, তাকে Formwork বলে। কলাম, বিম ও স্ল্যাবের ক্ষেত্রে Formwork সাধারণত ২ থেকে ৩ দিনের মধ্যে খুলে ফেলা হয়।
188. স্থায়ী জলাবদ্ধ এলাকায় কাঠামোর ভিত্তি নির্মাণ করা হয়-
টিম্বার গ্রিলেজ ফাউন্ডেশন জলাবদ্ধ অঞ্চলগুলোতে বিশেষভাবে কার্যকর, যেখানে মাটির ভারবহন ক্ষমতা খুব কম এবং যেখানে স্টিলের বিমগুলো জলাবদ্ধতার কারণে ক্ষয় হয়ে নষ্ট হতে পারে।
197. বিপদগ্রস্ত কাঠামোকে সাময়িকভাবে সাপোর্ট দেয়ার জন্য যে অস্থায়ী কাঠামো নির্মাণ করা হয় তা-
কোনো কাঠামোকে যদি পুনর্নির্মাণ বা কাঠামো যে-কোনো কারণে বসন বা হেলে যেতে থাকে তাহলে কাঠামোকে যে অস্থায়ী বেষ্টনী দিয়ে সাপোর্ট প্রদান করা হয়, তাকে শোরিং বলে।
198. দালানের বুনিয়াদ শক্ত করতে হলে যে পদ্ধতিতে শোরিং করা হয়-
কোনো দালানের ভিত্তিতে সমস্যা হলে বা শক্তিশালী করার দরকার হলে ঐ দালানের পার্শ্ববর্তী দালান বা কাঠামোকে বসে যাওয়া থেকে প্রতিরোধ করার জন্য অনুভূমিক বা ফ্লাই শোরিং ব্যবহার করা হয়।