403. পাবলিক বিল্ডিং, হলরুম, মার্কেট, ওভার ব্রিজ ইত্যাদিতে ব্যবহৃত হয়-
ব্যাখ্যা: বাইফার বোটেড সিঁড়ি: যে সিঁড়িতে প্রথম বা নিম্ন ফ্লাইট-এ একসেট চওড়া ধাপের মাধ্যমে ল্যান্ডিং পর্যন্ত উঠে এর দুই বিপরীত প্রান্ত থেকে অপেক্ষাকৃত কম চড়াবিশিষ্ট দুটি ফ্লাইট- এর সাহায্যে উপরে উঠার ব্যবস্থা আছে, তাকে বাইফার বোটেড সিঁড়ি বলে। অত্যাধুনিক পাবলিক বিল্ডিং, হলরুমে, মার্কেট, ওভার ব্রিজ এ সিঁড়ি ব্যবহৃত হয়।